পার্থ মান্নাঃ ক্যালেন্ডার বলছে ভাদ্র মাস পেরিয়ে আশ্বিন পড়ে গিয়েছে। যদিও তাতে বৃষ্টির উপর কোনো প্রভাব পড়েনি। মাঝে কিছুদিনের জন্য তীব্র রোদ আর তাপমাত্রা বাড়লেও বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় একনাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। যার জেরে একদিকে যেমন শেষ মুহূর্তে পুজোর প্যান্ডেলের কাজ মেটাতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তেমনি শপিং করতে গিয়েও নাজেহাল দোষ বাঙালির। আজ শনিবার বাইরে বেরোনোর প্ল্যান? তার আগে দেখে নিন কেমন থাকবে আবহাওয়া?
আজকের আবহাওয়া
আজ কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে আজ কলকাতর সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে মনে করা হচ্ছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০% থেকে ৯৭% পর্যন্ত যেতে পারে। যার জেরে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে গোটা দিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ দক্ষিণবঙ্গে আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি। যার অর্থ হল ভারী বৃষ্টি নেই বললেই চলে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে আজকেও। মূলত দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। যার জেরে হাওয়া অফিসের তরফ থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ রবিবার ছুটির দিন হলেও সেটা পন্ড হতে অরে বৃষ্টির জেরে। যদিও দক্ষিণবঙ্গের কোথাও আলাদা করে সতর্কতা জারি করা হয়নি। তবে বিক্ষিপ্তভাবে সমস্ত রাজ্যেরই দু এক পশলা বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির খেলা জারি থাকবে। দার্যালিং, কালিম্পঙ, জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।