পার্থ মান্নাঃ পশ্চিমবঙ্গের বহু মানুষ কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন। তবে কৃষিকাজ করে খুব বেশি যায় হয় না চাষিদের। তাই এবার কৃষকদের ভাতা দেবে রাজ্য সরকার। জানা যাচ্ছে প্রতিমাসে ১০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। কিভাবে ও কোথায় আবেদন করবেন? কি কি যোগ্যতা থাকতে হবে? সবটাই বিস্তারিত আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।
রাজ্যের কৃষকদের জন্য মাসিক ১০০০ টাকার ভাতা
পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সুবিধা দেওয়ার জন্য চালু করা হচ্ছে। যার দরুন ৬০ বছর পেরোলেই কৃষকেরা প্রতিমাসে ১০০০ টাকা করে পাবেন। নিচে কোথায় কিভাবে আবেদন করবেন সবটা জানানো হল।
কৃষক ভাতা পাওয়ার জন্য যোগ্যতাঃ
আপনি যদি কৃষক ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। তবেই আপনি ভাতা পাওয়ার যোগ্য হবেন। সেই যোগ্যতা গুলি হল নিম্নরুপঃ
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বা নূন্যতম ১০ বছর থাকতে হবে।
- আবেদনকারী কৃষকের নাম সর্বোচ্চ এক একর জমি থাকতে পারে।
- আবেদনকারী কৃষকের বয়স ৬০ বছরের বেশি হতে হবে। তবে তফসিলি জাতি বা উপজাতির ক্ষেত্রে ৫৫ বছর হলেও আবেদন করা যেতে পারে।
- রাজ্য বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যদি আগে থেকেই কোনো ভাতা পেয়ে থাকেন তাহলে এই ভাতার জন্য আবেদন করতে পারবেন না।
- ভূমিহীন খেমাযুর হলেও আবেদন করা যাবে।
কিভাবে কৃষক ভাতার জন্য আবেদন করবেন?
এই প্রকল্পের জন্য মূলত অফলাইনে আবেদন করা হয়। তবে চাইলে অনলাইনে ফর্ম ডাউনলোড করতে পারেন। তারপর সেই ফর্ম ফিলাপ করে স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিসে বা মহকুমা অফিসে জমা করতে হবে।
তবে তার আগে ফর্ম জোগাড় করে তাতে যথাযথ তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। একইসাথে যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেগুলোকেও একত্রিত করে তবেই নিকটবর্তী কৃষি অধিকর্তার অফিসে জমা দিতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
- আধার কার্ড বা রেশন কার্ড
- শারীরিক অক্ষমতা থাকলে ডিসেবিলিটি সার্টিফিকেট
- জমির মালিকানার প্রমাণপত্র বা পরচা
- স্থানীয় অঞ্চল প্রধানের সার্টিফিকেট
- ব্লক উন্নয়ন আধিকারিকদের থেকে অন্য প্রকল্পে টাকা না পাওয়ার শংসাপত্র
- ব্যাঙ্কের পাশবইয়ের প্রথম পৃষ্ঠা
- মোবাইল নাম্বার
অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক >> মাঠির কথা আফিশিয়াল ওয়েবসাইট
আবেদন ফর্ম ডাউনলোডের লিংক >> কৃষক ভাতার ফর্ম ডাউনলোড