October Month Bank holiday list by RBI

পুজোর মাসে ১৫ দিন বন্ধ ব্যাঙ্ক! সমস্যায় না পড়তে চাইলে আগেই দেখে নিন ছুটির তালিকা

পার্থ মান্নাঃ রাত পোহালেই নতুন মাস বা বলা ভালো পুজোর মাস। এবছর অক্টোবর মাসের শুরুর দিকেই পড়েছে দুর্গাপুজো। তাই এই সময়টাই ব্যাঙ্ক যে বন্ধ থাকবে সেটা সকলেই বুঝতে পেরেছে। তবে শুধু পুজোর সময় নয়, অক্টোবর মাসে মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

প্রতিমাসের শুরুতেই RBI এর পক্ষ থেকে গোটা মাসের ছুটির তালিকা প্রকাশ করে দেওয়া হয়। সেই তালিকা যদি জানা থাকে তাহলে কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। কারণ আগে থেকে না জানা থাকলে ব্যাঙ্কে গিয়ে কাজ না হয়ে ফেরত আসতে হলে সময় নষ্ট হয় তেমনি কাজও পিছিয়ে নয়। নিচে অক্টোবর মাসের ছুটির তালিকা দেওয়া হল।

ব্যাঙ্কের অক্টোবর মাসের ছুটির তালিকাঃ

  • ১ লা অক্টোবর, মঙ্গলবার – জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট
  • ২রা অক্টোবর, বুধবার – গান্ধী জয়ন্তী ও মহালয়া
  • ৩রা অক্টোবর, বৃহস্পতিবার – রাজস্থানে নবরাত্রি স্থাপনা
  • ৬ই অক্টোবর, রবিবার – রবিবারের ছুটি
  • ১০ই অক্টোবর, বৃহস্পতিবার – দুর্গাপুজো সপ্তমী
  • ১১ই অক্টোবর, শুক্রবার – দুর্গাপুজো অষ্টমী ও নবমী
  • ১২ই অক্টোবর, শনিবার – দুর্গাপুজো দশমী
  • ১৩ই অক্টোবর, রবিবার – রবিবারের ছুটি
  • ১৪ই অক্টোবর, সোমবার – সিকিমে দুর্গাপুজো
  • ১৬ই অক্টোবর, বুধবার – লক্ষীপুজো
  • ১৭ই অক্টোবর – মহর্ষি বাল্মীকী জয়ন্তী উপলক্ষে কর্নাটক, অসম ও হিমাচলে ছুটি
  • ২০ই অক্টোবর, রবিবার – রবিবারের ছুটি
  • ২৬শে অক্টোবর, শনিবার – চতুর্থ শনিবার হওয়ায় ছুটি
  • ২৭শে অক্টোবর, রবিবার – রবিবারের ছুটি
  • ৩১শে অক্টোবর, বৃহস্পতিবার – কালীপুজো বা দিওয়ালি

ব্যাঙ্ক বন্ধ থাকলেও ব্যাঙ্কিং পরিষেবা কিন্তু বন্ধ হচ্ছে না। বর্তমান সময়ে দাঁড়িয়ে অনলাইন ট্রানজেকশন বা UPI এর মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবা পাওয়া যায়। এছাড়া টাকা তোলার প্রয়োজন হলে একদিকে যেমন ATM থেকে পাওয়া যাবে। তেমনি ক্যাশ ডিপোজিট মেশিন বা CDM এর সাহায্যে টাকা জমাও করা যায়।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X