পার্থ মান্নাঃ আজ ১ অক্টোবর ২০২৪, শুরু হচ্ছে নতুন মাস আর সেই সাথেই বিভিন্ন নিয়মে পরিবর্তন আসছে। এই নিয়ম পরিবর্তনের প্রভাব পড়বে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ও আর্থিক পরিকল্পনায়। আধার কার্ড, রান্নার গ্যাস, PPF, আয়কর সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রের নিয়ম পরিবর্তিত হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক এই সমস্ত পরিবর্তনগুলির বিস্তারিত।
এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি
অক্টোবরের প্রথম দিনেই এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বদলে গিয়েছে। ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৮৫০.৫০ টাকা, যা আগে ছিল ১৮০২.৫০ টাকা। সামনে দুর্গাপূজা, ফলে ছোট-বড় হোটেল এবং রেস্তোরাঁগুলিতে এই দাম বৃদ্ধির কারণে খাবারের দামও বাড়তে পারে। এতে মধ্যবিত্তের দৈনন্দিন খরচে পরোক্ষভাবে প্রভাব পড়বে। রান্নার গ্যাসের এই মূল্যবৃদ্ধি ঘরোয়া সিলিন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য না হলেও বাণিজ্যিক কাজে ব্যবহৃত সিলিন্ডারের দাম বৃদ্ধি হয়েছে।
পিপিএফ এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় বড় বদল
অক্টোবর থেকে PPF এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার নিয়মাবলীতে কিছু বড় পরিবর্তন এসেছে। পিপিএফের ক্ষেত্রে, একাধিক অ্যাকাউন্ট থাকলে সেগুলিকে একত্রিত করতে হবে। একাধিক অ্যাকাউন্ট রাখা যাবে না। আর সুকন্যা সমৃদ্ধি যোজনার নিয়ম অনুযায়ী, ১ অক্টোবর ২০২৪ থেকে শুধুমাত্র মেয়েদের আইনি অভিভাবকরাই অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন। যদি অ্যাকাউন্ট আইনগত অভিভাবকের দ্বারা পরিচালিত না হয়, তবে তা অবিলম্বে আইনি অভিভাবকের কাছে স্থানান্তর করতে হবে, না হলে সেই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।
আধার কার্ড সংক্রান্ত পরিবর্তন
আধার কার্ডের নিয়মেও (Aadhar Card Rule) বড় পরিবর্তন আনা হয়েছে। ১ অক্টোবর ২০২৪ থেকে আর প্যান কার্ডের জন্য আবেদন বা আয়কর রিটার্নে আধার তালিকাভুক্তি আইডি ব্যবহার করা যাবে না। আগে প্যান কার্ডের জন্য আবেদনপত্রে বা আয়কর রিটার্ন ফাইলে আধার নথিভুক্তি আইডি উল্লেখ করা যেত, কিন্তু এখন থেকে শুধুমাত্র আধার নম্বর ব্যবহার করতে হবে। এই নিয়মটি চালু করা হয়েছে মূলত প্যান কার্ডের অপব্যবহার রোধের জন্য।
আয়করের নতুন নিয়ম
আয়করের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন কার্যকর হয়েছে। টিডিএস (TDS) হার কমানো হয়েছে। যেসব ক্ষেত্রে আগে ৫% হারে TDS প্রযোজ্য ছিল, সেখানে এখন নতুন হার ২% প্রযোজ্য হবে। এছাড়া, ফ্লোটিং রেট বন্ডের ওপর ১০% হারে টিডিএস কর ধার্য্য হবে। এই পরিবর্তনগুলি সরাসরি করদাতাদের আয় ও সঞ্চয়ের উপর প্রভাব ফেলবে।
HDFC এবং PNB ক্রেডিট কার্ড নিয়মের পরিবর্তন
HDFC ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) তাদের ক্রেডিট কার্ড পরিষেবাগুলিতে কিছু নতুন নিয়ম চালু করেছে। HDFC ব্যাংকের কিছু ক্রেডিট কার্ডের লয়ালটি প্রোগ্রাম আপডেট করা হয়েছে। PNB সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে ক্রেডিট সম্পর্কিত কিছু পরিষেবা খরচেও পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মাবলী ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে, যা গ্রাহকদের উপর প্রভাব ফেলবে।
শেয়ার বাইব্যাক এবং F&O ট্রেডিং নিয়ম
শেয়ার বাইব্যাকের ক্ষেত্রে কর আরোপের নতুন নিয়ম চালু হয়েছে। এখন থেকে শেয়ারহোল্ডারদের বাইব্যাক আয়ের উপর কর দিতে হবে। যেটা লভ্যাংশের করের মতোই হবে। একইসাথে ফিউচার ও অপশন ট্রেডিং এর জন্য সিকিউরিটি ট্রানজ্যাকশন রেটও (STT) বৃদ্ধি পেয়েছে। বিকল্প বিক্রয়ের ক্ষেত্রে STT প্রিমিয়ামের ০.০৬২৫% থেকে বাড়িয়ে ০.১% করা হয়েছে।