বাঙালির প্রিয় দুর্গাপুজো আসন্ন, আর সেই সঙ্গে শুরু হচ্ছে উৎসবের মরশুম। ব্যাঙ্কের ছুটি নিয়ে চিন্তিত? তাহলে এক্ষুনি জেনে নিন অক্টোবর ২০২৪-এ কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) প্রতি মাসের শুরুতে ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করে। চলতি বছরের অক্টোবর মাসে মোট ১৫ দিন ছুটি থাকবে, যা বিশেষ করে দুর্গাপুজো, দশেরা এবং দীপাবলির জন্য। তাই আগে থেকেই এই ছুটির দিন গুলো জেনে রাখলে কাজের সুবিধা হবে।
অক্টোবর ২০২৪ এর ব্যাঙ্ক ছুটির সম্পূর্ণ তালিকা
ব্যাঙ্ক ছুটির তালিকা মূলত স্থানীয় উৎসব ও জাতীয় ছুটির ওপর নির্ভর করে। যেমন, দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গ সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাঙ্ক ছুটি থাকে, আবার দীপাবলির সময় দেশের অধিকাংশ স্থানে ব্যাঙ্ক বন্ধ থাকে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক অক্টোবরের ব্যাঙ্ক ছুটির তারিখগুলি:
সাপ্তাহিক ছুটি (শনিবার ও রবিবার)
- ৬ অক্টোবর: রবিবার
- ১২ অক্টোবর: দ্বিতীয় শনিবার
- ১৩ অক্টোবর: রবিবার
- ২০ অক্টোবর: রবিবার
- ২৬ অক্টোবর: চতুর্থ শনিবার
- ২৭ অক্টোবর: রবিবার
উৎসব ও বিশেষ উপলক্ষ্য
- ১ অক্টোবর: জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
- ২ অক্টোবর: মহাত্মা গান্ধী জয়ন্তী উপলক্ষে সারা দেশে ব্যাঙ্ক ছুটি।
- ৩ অক্টোবর: নবরাত্রির শুরুতে শুধুমাত্র জয়পুরে ব্যাঙ্ক বন্ধ।
- ১০ অক্টোবর: দুর্গাপুজোর সপ্তমী উপলক্ষে আগরতলা, গুয়াহাটি, কোহিমা, ও কলকাতায় ছুটি।
- ১১ অক্টোবর: মহাষ্টমী উপলক্ষে দেশের বিভিন্ন রাজ্যে যেমন আগরতলা, ভুবনেশ্বর, কলকাতা, পাটনা সহ একাধিক স্থানে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১২ অক্টোবর: বিজয়া দশমী উপলক্ষে প্রায় সারা দেশেই ব্যাঙ্ক ছুটি।
- ১৪ অক্টোবর: গ্যাংটকে দাসেন উপলক্ষে ছুটি।
- ১৬ অক্টোবর: লক্ষ্মী পুজো উপলক্ষে আগরতলা ও কলকাতার ব্যাঙ্কগুলিতে ছুটি।
- ১৭ অক্টোবর: মহর্ষি বাল্মীকি জয়ন্তী ও কান্তি বিহু উপলক্ষে বেঙ্গালুরু ও গুয়াহাটিতে ছুটি।
- ৩১ অক্টোবর: দীপাবলির কারণে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।
ব্যাঙ্ক ছুটি থাকলে কী করবেন?
ব্যাঙ্ক ছুটির দিনে আর্থিক লেনদেন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। বেশিরভাগ ব্যাঙ্কের অনলাইন সার্ভিস, যেমন- নেট ব্যাঙ্কিং, UPI, মোবাইল ব্যাঙ্কিং ইত্যাদি সার্ভিস চালু থাকে। তাই ছুটির দিনেও অনলাইন পেমেন্ট কিংবা অন্যান্য ব্যাঙ্কিং কার্যকলাপ করতে পারবেন অনায়াসে। তবে বড় লেনদেনের ক্ষেত্রে কিছুটা সময় নিয়ে পরিকল্পনা করা উচিত।
প্রসঙ্গত, ব্যাঙ্ক ছুটির তালিকা আপনাকে আপনার আর্থিক পরিকল্পনা ও কাজ গুছিয়ে নিতে সাহায্য করবে। দুর্গাপুজো থেকে দীপাবলি পর্যন্ত, মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে অক্টোবর মাসে। তাই আগে থেকেই এই ছুটির দিনগুলি মাথায় রেখে আপনার কাজগুলি সেরে ফেলুন এবং উৎসবের মরশুম নিশ্চিন্তে উপভোগ করুন।