South Bengal Weather Update Rain Forecast for upcoming days

মহালয়ার সকালে বৃষ্টি হলেও সারাদিন গুমোট গরম, কি হবে পুজোর দিনগুলোতে? দেখুন আবহাওয়ার খবর

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় গত সপ্তাহে ভারী বৃষ্টি হয়েছে। তবে নিম্নচাপের প্রভাব কমলেও, রাজ্যে বৃষ্টির আশঙ্কা এখনও পুরোপুরি কাটেনি। আজ মহালয়ার সকালে বৃষ্টিতে ভিজেছে বাংলার একাধিক জেলা। তবে আগামী দিনগুলোতে কেমন থাকবে আবহওয়া? চলুন দেখে নেওয়া যাক আবহাওয়ার খবর।

নিম্নচাপের জেরে রাজ্যে বৃষ্টি অব্যাহত

আলিপুর আবহাওয়া দফতরের মতে, আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও এ ব্যাপারে কোনও সতর্কতা জারি করা হয়নি, তবে পাহাড়ে পরিস্থিতি গত সপ্তাহে দুর্যোগের রূপ নিয়েছিল। লাল সতর্কতা জারি করা হয়েছিল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকার কারণে। এছাড়া একাধিক নদীর জলস্তরও বেড়ে গিয়েছিল অনেকটাই।

দিনআবহাওয়ার অবস্থাবৃষ্টির সম্ভাবনা
মঙ্গলবারবিক্ষিপ্তভাবে মেঘলাহালকা থেকে মাঝারি বৃষ্টি
বুধবারঅংশত মেঘলাবজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে
বৃহস্পতিবারমেঘলা এবং ঝড়বৃষ্টিদুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে
শুক্রবারমেঘলাকলকাতা, হাওড়া ও হুগলিতে
শনিবারবিক্ষিপ্ত বৃষ্টিউত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ অন্যান্য জেলাতে

বৃষ্টির পূর্বাভাস এবং তাপমাত্রা

বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টিতে ভিজতে শুরু করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গের অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। কলকাতার আকাশও অংশত মেঘলা থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, যা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি বেশি। তবে বাতাসে জলীয় বাষ্পের জেরে অস্বস্তি বজায় ছিল।

মহালয়ায় বৃষ্টির প্রভাব

মহালয়ার সকালে বৃষ্টি হওয়ায় আবহাওয়া যেন আরও বিশেষ হয়ে উঠেছে। এদিন ‘আরজি কর-কাণ্ডের’ প্রতিবাদে ‘ভোর দখল’ অনুষ্ঠিত হয়। ঘাটে তর্পণের ভিড়েও আবহাওয়ার প্রভাব পড়েনি। বরং, এদিন কলকাতায় দু-এক জায়গায় হালকা ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। তবে আগামী কয়েকদিন এমনই হালকা বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X