বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় গত সপ্তাহে ভারী বৃষ্টি হয়েছে। তবে নিম্নচাপের প্রভাব কমলেও, রাজ্যে বৃষ্টির আশঙ্কা এখনও পুরোপুরি কাটেনি। আজ মহালয়ার সকালে বৃষ্টিতে ভিজেছে বাংলার একাধিক জেলা। তবে আগামী দিনগুলোতে কেমন থাকবে আবহওয়া? চলুন দেখে নেওয়া যাক আবহাওয়ার খবর।
নিম্নচাপের জেরে রাজ্যে বৃষ্টি অব্যাহত
আলিপুর আবহাওয়া দফতরের মতে, আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও এ ব্যাপারে কোনও সতর্কতা জারি করা হয়নি, তবে পাহাড়ে পরিস্থিতি গত সপ্তাহে দুর্যোগের রূপ নিয়েছিল। লাল সতর্কতা জারি করা হয়েছিল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকার কারণে। এছাড়া একাধিক নদীর জলস্তরও বেড়ে গিয়েছিল অনেকটাই।
দিন | আবহাওয়ার অবস্থা | বৃষ্টির সম্ভাবনা |
---|---|---|
মঙ্গলবার | বিক্ষিপ্তভাবে মেঘলা | হালকা থেকে মাঝারি বৃষ্টি |
বুধবার | অংশত মেঘলা | বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে |
বৃহস্পতিবার | মেঘলা এবং ঝড়বৃষ্টি | দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে |
শুক্রবার | মেঘলা | কলকাতা, হাওড়া ও হুগলিতে |
শনিবার | বিক্ষিপ্ত বৃষ্টি | উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ অন্যান্য জেলাতে |
বৃষ্টির পূর্বাভাস এবং তাপমাত্রা
বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টিতে ভিজতে শুরু করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গের অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। কলকাতার আকাশও অংশত মেঘলা থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, যা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি বেশি। তবে বাতাসে জলীয় বাষ্পের জেরে অস্বস্তি বজায় ছিল।
মহালয়ায় বৃষ্টির প্রভাব
মহালয়ার সকালে বৃষ্টি হওয়ায় আবহাওয়া যেন আরও বিশেষ হয়ে উঠেছে। এদিন ‘আরজি কর-কাণ্ডের’ প্রতিবাদে ‘ভোর দখল’ অনুষ্ঠিত হয়। ঘাটে তর্পণের ভিড়েও আবহাওয়ার প্রভাব পড়েনি। বরং, এদিন কলকাতায় দু-এক জায়গায় হালকা ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। তবে আগামী কয়েকদিন এমনই হালকা বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।