LIC Life Insurance Rules changes from October 1st

পুজোর মাসেই ঝটকা দিল LIC! প্রিমিয়াম বাড়লেও কমছে সুবিধা, পলিসি করা থাকলে অবশ্যই দেখুন

আপনার ভবিষ্যতের জন্য একটি নির্ভরযোগ্য অর্থনৈতিক সুরক্ষা পেতে হলে লাইফ ইনসুরেন্স হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সময়ে, দেশের অন্যতম জনপ্রিয় লাইফ ইনসুরেন্স প্রতিষ্ঠান হল LIC (Life Insurance Corporation of India)। বহু মানুষ বছরের পর বছর ধরে এই সংস্থায় বিনিয়োগ করে আসছেন, তবে সম্প্রতি LIC তাদের গ্রাহকদের জন্য বেশ কিছু পরিবর্তন এনেছে যা আপনার জন্য জানা অত্যন্ত জরুরি। সেটাই আজকের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি।

অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর

LIC-র প্রিমিয়াম বৃদ্ধি নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল, যা অবশেষে সত্যি হলো। অক্টোবর মাস থেকে LIC তাদের প্রিমিয়াম বাড়ানোর ঘোষণা করেছে। এই পরিবর্তনগুলো বিশেষভাবে প্রভাবিত করবে LIC-র গ্রাহকদের। এখন বিভিন্ন প্রকার বীমা প্রকল্পের LIC Premium আগের থেকে বেশি দিতে হবে। শুধু তাই নয়, LIC-র বেশ কিছু প্রকল্পে সারেন্ডার ভ্যালু সংক্রান্ত নিয়মেও পরিবর্তন এসেছে।

Surrender Value কী?

আপনার কাছে যদি LIC পলিসি থাকে আর আপনি সেটি মেয়াদ শেষ হওয়ার আগেই বন্ধ করতে চান, তাহলে আপনি কিছু নির্দিষ্ট অর্থ পেতে পারেন, সেটাই Surrender Value নামে পরিচিত। স্যারেন্ডার ভ্যালু হল সেই পরিমাণ অর্থ যা পলিসিধারককে পলিসির মেয়াদপূর্তির আগেই পলিসি ফেরত দেওয়ার সময় প্রদান করা হয়। সম্প্রতি LIC নতুন নির্দেশিকা অনুযায়ী, পলিসি বন্ধ করলে গ্রাহক আগের তুলনায় বেশি অর্থ পাবেন।

নতুন প্রিমিয়াম ও তাতে এজেন্টদের প্রভাব

এবারের পরিবর্তনে LIC-র এনডাওমেন্ট পলিসি নিয়ে কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এনডাওমেন্ট পলিসিতে এখন থেকে ক্রিটিক্যাল ইলনেস রাইডার সুবিধা বাতিল করা হয়েছে, অর্থাৎ দুরারোগ্য রোগের জন্য অতিরিক্ত বিমা করানোর সুযোগ থাকছে না। এছাড়াও, ন্যূনতম বিমামূল্য ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২ লক্ষ করা হয়েছে এবং বিমার বয়সসীমাও ৫৫ বছর থেকে কমিয়ে ৫০ বছর করা হয়েছে। এই পরিবর্তনগুলি LIC-র এজেন্টদের উপরও বড় প্রভাব ফেলবে, কারণ তাদের কমিশনে কাটা পড়েছে। এজেন্টদের মতামত অনুসারে, এই নিয়মের কারণে গ্রামের অনেক মানুষ আর বিমা করাতে পারবেন না এবং প্রকল্প বিক্রির প্রবণতাও কমে যেতে পারে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X