Upper Primary Teachers Counselling Starts but many candidates are absent

চাকরির কাউন্সেলিং শুরু হলেও পাত্তা নেই প্রার্থীদের? নতুন রহস্য উচ্চপ্রাথমিকের নিয়োগ পদ্ধতিতে

উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু হওয়ার প্রথম দিনেই দেখা গেল এক আশ্চর্য পরিস্থিতি। স্কুল সিলেকশন কমিশন (SSC) সূত্রে জানা গেছে, ৩০ শতাংশ চাকরি প্রার্থী এই কাউন্সেলিংয়ে অনুপস্থিত ছিলেন। এই পরিসংখ্যান এক উদ্বেগজনক ইঙ্গিত দিচ্ছে। তবে কি চাকরি নিতে অনীহা প্রকাশ করছেন চাকরিপ্রার্থীরা?

SSC-র প্রথম দিনে অনুপস্থিতির কারণ

বৃহস্পতিবার প্রথম দিনে ১৪৪ জন সফল চাকরিপ্রার্থীকে কাউন্সেলিংয়ের জন্য ডেকেছিল এসএসসি। কিন্তু ৪০ জনেরও বেশি প্রার্থী কাউন্সেলিংয়ে উপস্থিত হননি। এই অনুপস্থিতি কি শুধুই ব্যক্তিগত কারণে? নাকি এর পিছনে অন্য কোন কারণ রয়েছে? এই নিয়ে উঠছে প্রশ্ন। দীর্ঘ ৯ বছর পরে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায়, চাকরি প্রার্থীদের মধ্যে আশার আলো দেখা দিয়েছিল। কিন্তু এই অনুপস্থিতির কারণে প্রক্রিয়ার গতি সম্পূর্ণভাবে বাধাগ্রস্ত হতে পারে।

কলকাতা হাইকোর্টের নির্দেশনা

কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই এই কাউন্সেলিং শুরু হয়। গত শুক্রবার উচ্চ আদালত জানিয়ে দিয়েছিল, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং ৩ ও ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। এর পরেও কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পুজোর পর ২৪, ২৫, ২৮ ও ২৯ অক্টোবরও কাউন্সেলিং করা হবে।

চাকরি প্রার্থীদের আশাবাদ

SSC-র সূত্র থেকে এই খবর প্রকাশ পেতেই চাকরি প্রার্থীরা আশায় বুক বেঁধেছেন। যদিও ৩০ শতাংশের বেশি চাকরি প্রার্থী কেন কাউন্সেলিংয়ে আসেননি, তা নিয়ে উদ্বেগের সঙ্গেই প্রশ্ন উঠছে। কাউন্সিলিংয়ে উপস্থিতির হার দেখে অনেকেরই ধারণা, এই পরিস্থিতি নিয়োগ প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে।

আবার অনেকের ধারণা, চাকরি প্রার্থীদের জন্য এসএসসি-র পক্ষ থেকে একটি আপডেট সেশন আয়োজন করা উচিত, যাতে তারা সকল তথ্য ও নির্দেশিকা সম্পর্কে অবগত হতে পারেন। পাশাপাশি, আগামী কাউন্সেলিংয়ের দিনগুলিতে চাকরিপ্রার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও মনে করা হচ্ছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X