BCCI rejects interest of Saudi Arabia to takeover ownership in IPL

আইপিএল কিনে নিতে চায় সৌদি আরব! টাকার প্রলোভনে মালিকানা নয়, সাফ জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড

ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) জন্য আইপিএল (IPL) শুধুমাত্র একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, বরং দেশের ক্রিকেটের উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি তৈরির একটি মূল উৎস। এই প্রতিযোগিতার মাধ্যমে বোর্ড যে রোজগার করে, তা ঘরোয়া ক্রিকেট এবং অন্যান্য ক্রিকেট উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিনিয়োগ করা হয়। এখন সৌদি আরবও আইপিএলে বিনিয়োগের জন্য আগ্রহী হয়ে উঠেছে। যা দেশের ক্রিকেটের জন্য একটি নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। তাছাড়া ২০২৫ সালের আইপিএল সৌদি আরবেই আয়োজিত হতে চলেছে।

আইপিএলের অর্থনৈতিক গুরুত্ব

ভারতের ক্রিকেটের উন্নতির জন্য আইপিএলের অর্থনৈতিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৪ সালে আইপিএলের বাজার মূল্য ৮৪,০০০ কোটি টাকায় পৌঁছেছে। এর মধ্যে আইপিএলের ব্র্যান্ড ভ্যালু ২০২২ সালে ১৫,০৯০ কোটি টাকা থেকে বেড়ে ২০২৩ সালে ২৬,৮২৭ কোটি টাকা হয়েছে। চলতি বছর, ২০২৪-এর নিলামের আগে এই মূল্য ২৮,৫০৩ কোটি টাকায় পৌঁছেছে। অর্থাৎ ভবিষ্যতে যে বাজার মূল্য আরও বাড়তেই থাকবে সেটা বোঝাই যাচ্ছে।

দলব্র্যান্ড ভ্যালু (কোটি টাকা)
চেন্নাই সুপার কিংস১৯৩৭
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু১৯০৩
কলকাতা নাইট রাইডার্স১৮১১
মুম্বই ইন্ডিয়ান্স১৭১০
রাজস্থান রয়্যালস১১১৫
সানরাইজার্স হায়দরাবাদ১১০৬
দিল্লি ক্যাপিটালস১০৯৮
গুজরাত টাইটান্স১০৪০
পঞ্জাব কিংস৮৪৭
লখনউ সুপার জায়ান্টস৭৬৩

সৌদি আরবের আগ্রহ

সৌদি আরব গত বছর থেকেই আইপিএলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। তারা বোর্ডের সঙ্গে প্রাথমিক আলোচনা করে ৪২,০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চেয়েছিল, তবে প্রতিযোগিতার মালিকানার কিছু অংশ নিজেদের হাতে রাখতে চাইছিল। সৌদি সরকারের লক্ষ্য ছিল আইপিএলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া, যা বোর্ডের কর্তাদের কাছে অগ্রাধিকার নয়।

বোর্ডের আপত্তি

বোর্ডের কর্তারা মনে করেন যে, বিদেশি সংস্থার মালিকানা আইপিএলের স্বায়ত্তশাসনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এক বোর্ড কর্তার মতে, “আইপিএলের মালিকানা যদি বেসরকারি সংস্থার হাতে চলে যায়, তাহলে একাধিক সমস্যা দেখা দিতে পারে।” তারা চান যে, IPL পুরোপুরি ভারতীয় ক্রিকেট বোর্ডের অধীনে থাকবে। এতে ভারতের ক্রিকেটের উন্নতি ভবিষ্যতেও অব্যাহত থাকে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X