এই বছর পুজোর মরশুমে রাজ্য সরকারের তরফ থেকে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর। ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের অধীনে একাদশ শ্রেণির পড়ুয়াদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হবে ট্যাব কেনার জন্য। নবান্ন সূত্রে খবর, আজ অর্থাৎ শুক্রবার থেকেই এই টাকার বিতরণ শুরু হবে। রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে, পঠনপাঠনের সুবিধার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
‘তরুণের স্বপ্ন’ প্রকল্প
২০২১ সালে রাজ্য সরকার ‘তরুণের স্বপ্ন’ নামে একটি বিশেষ প্রকল্প চালু করে। প্রথমে শুধুমাত্র দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য চালু করা হলেও, বর্তমানে একাদশ শ্রেণির পড়ুয়াদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। যে সকল পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম, তারা এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারেন এবং রাজ্য সরকার তাদের ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা প্রদান করবে।
এবছর প্রথমে এই টাকা সেপ্টেম্বর মাসে দেওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যের কিছু অংশে বন্যা পরিস্থিতির কারণে তা স্থগিত রাখা হয়েছিল। অবশেষে, পুজোর মধ্যেই এই টাকার বিতরণ শুরু হতে চলেছে। শুক্রবার থেকেই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে বলে জানিয়েছে নবান্ন।
শুরু হল ট্যাবের টাকা দেওয়া
প্রযুক্তি ছাড়া আজকের দিনে শিক্ষাকে ভাবা একপ্রকার অসম্ভব। করোনার সময়ে যখন স্কুল-কলেজ বন্ধ ছিল, তখন থেকেই অনলাইন শিক্ষার প্রয়োজনীয়তা বাড়ে। সেই সময় থেকেই রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় পড়ুয়াদের ট্যাব দেওয়ার। যদিও এখন সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে গিয়েছে ও ক্লাসগুলো অফলাইনে হচ্ছে। তবুও পড়ুয়াদের সুবিধা এবং শিক্ষার মানোন্নয়নের জন্য এই প্রকল্পটি চালু রাখা হয়েছে।
এই উদ্যোগে রাজ্যের অসংখ্য পড়ুয়া উপকৃত হবে। ট্যাবের সাহায্যে তারা পড়াশোনার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পারবে। এর ফলে তারা ভবিষ্যতে আরও ভালোভাবে প্রস্তুত হবে। তরুণ প্রজন্মের এই স্বপ্ন পূরণের জন্যই রাজ্য সরকার চালু করেছে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প, যা শুধু শিক্ষার্থীদের জন্য নয়, ভবিষ্যতের তরুণ উদ্যোগপতিদের জন্যও সহায়ক হতে পারে।