পার্থ মান্নাঃ একবছরের অপেক্ষা শেষ, চলেই এল দুর্গাপুজো। এই উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে রমরমিয়ে কেনাকাটা। জামা কাপড় তো বটেই সাথে বিক্রি বেড়েছে সোনা ও রুপারও। যদিও সারাবছরই সোনা ও রুপার চাহিদা থাকে তুঙ্গে। শুভ অনুষ্ঠান হোক বা বিনিয়োগের জন্য সোনা সব ক্ষেত্রেই একেবারে পারফেক্ট। তবে সোনার দাম প্রতিদিনই পরিবর্তন হতে থাকে। তাই আজকে যদি আপনি সোনা কেনার কথা ভেবে থাকেন তাহলে কত দাম চলেছে সেটা জেনে রাখা ভালো তবেই দোকানে গিয়ে সঠিক দামে জিনিস কিনতে পারবেন। চলুন আজকের প্রতিবেদনে দেখে নেওয়া যাক কলকাতায় সোনা ও রুপার রেট কত?
আজ কলকাতায় সোনার দাম
আপনি যদি আজ কলকাতায় ২২ ক্যারেট সোনা কিনতে চান তাহলে ১ গ্রামের জন্য ৭১১০ টাকা খরচ করতে হবে। অর্থাৎ ১০ গ্রাম বা ১ ভরী সোনার জন্য ৭১ হাজার ১০০ টাকা খরচ করতে হবে। আর ১০০ গ্রামের জন্য ৭ লক্ষ ১১ হাজার টাকা খরচ করতে হবে। গতকালের তুলনায় আজ সোনার দাম ১০ গ্রামে ১০০ টাকা ও একশো গ্রামের জন্য ১০০০ টাকা বেড়ে গিয়েছে।
অবশ্য যদি একেবারে খাঁটি অর্থাৎ ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে আরেকটু বেশি খরচ হবে। ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার আজকের দাম ৭৭৫৬ টাকা। অর্থাৎ এক ভরী বা ১০ গ্রামের দাম পড়বে ৭৭ হাজার ৫৬০ টাকা। আর ১০০ গ্রামের দাম পড়বে ৭ লক্ষ ৭৫হাজার ৬০০ টাকা। এক্ষেত্রেও বিগত ২৪ ঘন্টায় দশ গ্রামের দাম ১১০ টাকা ও ১০০ গ্রামের দাম ১১০০ টাকা বেড়েছে।
তবে সস্তাতেও সোনা কেনা যেতেই পারে। সেক্ষেত্রে আপনাকে ১৮ ক্যারেন সোনা নিতে হবে। আজ এই সোনার এক গ্রামের জন্য আপনার খরচ হবে ৫৮১৭ টাকা। দশ গ্রামের জন্য লাগবে ৫৮ হাজার ১৭০ টাকা ও ১০০ গ্রামের জন্য খরচ হবে ৫ লক্ষ ৮১ হাজার ৭০০ টাকা। এক্ষেত্রেও দাম বেড়েছে তবে বাকি সোনার তুলনায় কম। ১০ গ্রামের জন্য ৮০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৮০০ টাকা দাম বেড়েছে।
আজ কলকাতায় রুপার দাম
সোনার পর যে ধাতুর চাহিদা সবচেয়ে বেশি সেটা হল রুপা। সাধারণ ও মধ্যবিত্তের বাজেটের মধ্যে হওয়ার দরুন রুপার বিক্রিও হচ্ছে বেশ ভালো। তাছাড়া আজকাল রুপার গহনাও বেশ ফ্যাশনেবল হয়েছে। তাই আজ যদি আপনি রুপা কেনার কথা ভেবে থাকেন হলে ১০ গ্রামের জন্য আপনার দাম পড়বে ৯৫০ টাকা। অর্থাৎ ১০০ গ্রামের দাম হচ্ছে ৯৫০০ টাকা। আজ কলকাতায় রুপা ৯৫,০০০ টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে।