শারদোৎসবের ঢাকের বাদ্যি কানে আসতে শুরু করেছে, আর সবার মনেই এখন একটাই প্রশ্ন, পুজোয় কি বৃষ্টির জন্য আনন্দ মাটি হবে? এমন সময়ে, আবহাওয়ার খবর নিয়ে এসেছে বড় আপডেট। বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা থাকলেও, পুজোতে একটানা বৃষ্টির চিন্তা করার প্রয়োজন নেই! তাই একপ্রকার সুখবর শোনাল আবহাওয়া দফতর সেটা বলা যেতেই পারে। তবে কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা জানার জন্য আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
নিম্নচাপের প্রভাবে পুজোয় বৃষ্টি?
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শুক্রবার থেকেই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। যার ফলে উত্তরবঙ্গে শুরু হবে অতি ভারী বৃষ্টি। তবে যারা দক্ষিণবঙ্গে আছেন, তাদের জন্য চিন্তার কিছু নেই। হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, সেটা আপনার পুজোর আনন্দকে বাধা দিতে পারবে না। রবিবার থেকে আবহাওয়া আরও ভালো হতে শুরু করবে, তাই মায়ের বোধন থেকে প্রতিমা দর্শন সব কিছুই হবে একেবারে নির্বিঘ্নে।
এছাড়াও পুজোর চারদিনে কিন্তু বড় কোনও দুর্যোগের সম্ভাবনা নেই। দু-এক জায়গায় সামান্য হালকা বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এমন কোনও বৃষ্টি হবে না যা আপনার ঠাকুর দেখার প্ল্যানটাই নষ্ট করবে। আবহাওয়ার খবর অনুযায়ী, বৃষ্টির সম্ভাবনা কম, তাই পুজোর প্ল্যান নিশ্চিন্তে করুন আর পুজোয় জমিয়ে প্যান্ডেল হপিং করুন।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার
উত্তরবঙ্গের কিছু জেলায়, যেমন আলিপুরদুয়ার ও কোচবিহারে, অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তাই যারা এই অঞ্চলের বাসিন্দারা একটু সাবধান থাকুন। বাকি উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে দক্ষিণবঙ্গে, বিশেষত মুর্শিদাবাদ ও উপকূলীয় জেলাগুলিতে শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে। তবে শনিবারের পর থেকে বৃষ্টির প্রকোপ কমবে। কলকাতার আকাশে আজ অর্থাৎ শুক্রবার মেঘ থাকবে, কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে বৃষ্টির জেরে খুব একটা সমস্যা হবে না বললেই চলে।