গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুর থেকেই কলকাতা সহ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা। শুক্রবার সকাল থেকেই এই নিম্নচাপের কারণে কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন। আজকের দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ ঝড়ের পূর্বাভাস রয়েছে। সমুদ্র উত্তাল থাকায় আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শুক্রবারের আবহাওয়া: কলকাতার তাপমাত্রা
আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। এদিকে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের তুলনায় ছিল সামান্য কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৯% থেকে ৯৭% পর্যন্ত রয়েছে, যার ফলে আদ্রতা জনিত অস্বস্তি বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
উত্তরবঙ্গের বৃষ্টির সতর্কতা
উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হচ্ছে। এছাড়াও আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলাতেও আজ অর্থাৎ শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।
পুজোর সময়ের আবহাওয়া: বৃষ্টিভেজা নাকি রৌদ্রোজ্জ্বল?
পুজোর সময় কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে পুজোর আনন্দে ভাটা পড়ার সম্ভাবনা খুব একটা নেই। আকাশের মেঘ ও আর্দ্রতা বৃষ্টির অনুপস্থিতিতে সামান্য অস্বস্তি তৈরি করতে পারে, তবে পুরো পুজোর সময় ভারী বৃষ্টির আশঙ্কা একপ্রকার নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। যেটা শোনার পর বাঙালির মনে পুজোর আনন্দ বেড়ে গিয়েছে বলা যেতেই পারে।