দেবীপক্ষের আগমনের সঙ্গে সঙ্গে টেলিভিশন পর্দায় শুরু হয়েছে পুজোর আমেজ। এবারের মহালয়ার একদিন পরেই , টেলিপাড়ার সাপ্তাহিক টিআরপি রিপোর্ট (TRP)প্রকাশিত হলো। যেখানে জি বাংলা থেকে শুরু করে ষ্টার জলসার সমস্ত সিরিয়ালের পারফর্মেন্স দেখা যাচ্ছে। একইসাথে কে হল পুজোর প্রথম সপ্তাহের বেঙ্গল টপার সেই নিয়েও বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছে দর্শকদের মনে।
টিআরপি তালিকা দেখলে প্রথমেই যেটা চোখে লাগছে সেটা অন্বেষা হাজরা ও ঋত্বিক মুখার্জী অভিনীত ‘আনন্দী’ ধারাবাহিকটি ফাটাফাটি পারফর্ম করেছে। একঝাঁক নতুন সিরিয়াল এসেও যেখানে ভালো টিআরপি তুলতে ব্যর্থ হচ্ছিল সেখানে প্রথম সপ্তাহেই সোজা সেরা দশের তালিকায় ঢুকে গিয়েছে মিষ্টি কথার পাচঁন আনন্দী। তবে কে হল বেঙ্গল টপার? উত্তর হল এবারেও ষ্টার জলসার কথা বাজিমাত করেছে। ৭.৫ সহ এবারের টিআরপি তালিকায় সেরা কথা।
দ্বিতীয় স্থানে রয়েছে জলসারই আরেক মেগা গীতা এলএলবি। শ্বশুরের বিরুদ্ধে গিয়েও নিজের কেস লড়তে রাজি গীতা। আর সেই ধামাকাদার পর্বের জেরেই এসপ্তাহে দ্বিতীয় হয়েছে ধারাবাহিকটি। এর ঠিক পরেই রয়েছে জি বাংলার ফুলকি, প্রাপ্ত পয়েন্ট ৭.২। তারপরএকইসাথে তিন মেগা রয়েছে চতুর্থ স্থানে। এসপ্তাহে ৬.০ পেয়েছে নিম ফুলের মধু. উড়ান, জগদ্ধাত্রী এই তিন সিরিয়াল। এরপর পঞ্চম স্থানেও রয়েছে দুটি মেগা, যার একটি হল কোন গোপনে মন ভেসেছে ও আরেকটি হল শুভ বিবাহ। চলুন এবার দেখে নেওয়া যাক সেরা দশ সিরিয়ালের টিআরপি।
সেরা দশ সিরিয়ালের TRP তালিকাঃ (Bengali Serial Target Rating Point List)
- কথা – ৭.৫
- গীতা এলএলবি – ৭.৪
- ফুলকি – ৭.২
- নিম ফুলের মধু, উড়ান, জগদ্ধাত্রী – ৬.০
- কোন গোপনে মন ভেসেছে, শুভ বিবাহ – ৬.৪
- বঁধুয়া, অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল – ৬.০
- রোশনাই – ৫.৯
- আনন্দী – ৫.৭
- ডায়মন্ড দিদি জিন্দাবাদ – ৫.০
- তেঁতুলপাতা, মিঠিঝোরা (৪৫ মিনিট) – ৪.৯
প্রসঙ্গত, গতসপ্তাহে স্টার জলসায় দুই নতুন মেগার উদ্বোধন ঘটেছে যেগুলি হল “দুই শালিক” ও “রাঙামতি তীরন্দাজ”। এগুলি “ফুলকি” ধারাবাহিকের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে বলে মনে হচ্ছে। তবে পুজোর সময় সার্বিক টিআরপি কমতে পারে বলে আশঙ্কা রয়েছে। কারণ এই সময় মানুষ ঘুরতে আর মজা করতেই ব্যস্ত থাকবে। আর সিরিয়াল ছাড়াও রিয়েলিটি শোয়ের মধ্যে সারেগামাপা 4.8 ও দিদি নং ১ 4.6 পয়েন্ট পেয়েছে।