আজকের তৃতীয়া উপলক্ষে রাজ্যজুড়ে পুজোর আনন্দ চললেও, আবহাওয়ার খবরে নিম্নচাপ নিয়ে আশঙ্কা বাড়ছে। দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাবে আজ থেকে পরবর্তী দশ দিন টানা বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কি কারণে একটানা বৃষ্টির পূর্বাভাস? কোন কোন জেলায় বৃষ্টি হবে? চলুন জেনে নেওয়া যাক আবহাওয়ার খবর।
নিম্নচাপের বর্তমান অবস্থা
বর্তমানে ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশ ও উত্তরবঙ্গের কাছে অবস্থিত। এছাড়া, উত্তর প্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত থাকায় উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আজকের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।
আজকের আবহাওয়া
আজ কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্তভাবে দু এক পশলা বা মাঝারি বিশ্রী হতে পারে বলে জানানো হয়েছে। আজ কলকাতার ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খানিক বেশি হওয়ায় আদ্রতা জনিত অস্বস্তি থাকবে। এর ফলে বেলার দিকে গরম বাড়লে প্যাচপ্যাচে ঘাম হবে।
বৃষ্টির পূর্বাভাস ও সতর্কতা
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ১৩ই অক্টোবর পর্যন্ত রাজ্যের অধিকাংশ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে মুর্শিদাবাদ ও উত্তরবঙ্গের কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় আজ বজ্রবিদ্যুৎসহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
সমুদ্র ও মৎস্যজীবীদের জন্য সতর্কতা
নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এছাড়া আগামী ২৪ ঘণ্টা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূল অঞ্চলের মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে। নিম্নচাপৰ পরিস্থিতি ঠিক হল তবেই সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিরাপদ বলে জানানো হয়েছে।