Howrah Esplanade green line Metro will run extra time for festive season Durgapuja 2024

পুজোয় বাড়তি মেট্রো চলবে গঙ্গার নীচ দিয়েও, দুর্গাপুজো উপলক্ষে যাত্রীদের সুখবর দিল কলকাতা মেট্রো

দুর্গাপুজোর সময় প্রতিবারই কলকাতার মানুষের কাছে মেট্রো রেল পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত মেট্রোর বাড়তি পরিষেবা থাকলে এক বিশাল স্বস্তি পাওয়া যায়। এবারও তার ব্যতিক্রম হল না। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ ইতিমধ্যেই ঘোষণা করেছে দুর্গাপুজো ২০২৪ উপলক্ষে বাড়তি মেট্রো পরিষেবা দেওয়া হবে। যেটা শপিং থেকে শুরু করে প্যান্ডেল হপিং আরও সহজ করে তুলবে।

বাড়তি মেট্রো চলাচলের ঘোষণা

কলকাতা ও হাওড়ার যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে, মেট্রো কর্তৃপক্ষ হাওড়া ও এসপ্ল্যানেড (Howrah-Esplanade) রুটে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই পরিষেবা শনিবার, ৫ই অক্টোবর থেকে শুরু হয়ে চলবে বুধবার, ৯ অক্টোবর পর্যন্ত। Kolkata Metro-র মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের বক্তব্য অনুযায়ী, এই সময়কালে রোজ ১৩০টি মেট্রো চলাচল করবে। সাধারণত, এই রুটে ১১৮টি মেট্রো চলে, তবে দুর্গাপুজোর ভিড় সামলাতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

পুজোর সময় যাত্রীদের আরও সুবিধা দিতে রবিবারেও অতিরিক্ত মেট্রো চলাচলের ব্যবস্থা করা হয়েছে। ৬ অক্টোবর রবিবার, সাধারণত যেখানে ৪৬টি মেট্রো চলে, তবে পুজোর জন্য সেই সংখ্যা প্রায় দ্বিগুণ করে দেওয়া হয়েছে। সেদিন মোট ৮২টি মেট্রো চলবে বলে জানা যাচ্ছে। ফলে, কেনাকাটি বা ঠাকুর দেখার জন্য যাত্রীদের আর কোনও অসুবিধা হবে না বলেই আশা করা হচ্ছে।

পুজোর ভিড় সামলাতে বিশেষ পরিকল্পনা

কলকাতা মেট্রো পুজোর সময় রুটেও কিছু পরিবর্তন করছে। ৬ অক্টোবর, রবিবার, হাওড়া ময়দান থেকে Esplanade-গামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টা ৫৫ মিনিটে এবং Esplanade থেকে হাওড়াগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টায়। এছাড়া, শেষ মেট্রো রাত ১০টা পর্যন্ত চলবে, যা যাত্রীদের জন্য অনেকটাই সুবিধাজনক হবে।

পুজোর সময় প্রতিদিন সকালে ৭টায় Howrah-Esplanade রুটে প্রথম মেট্রো ছাড়বে। শেষ মেট্রো রাত ৯টা ৪৫ মিনিটে ছাড়বে। অন্যান্য সময় যেখানে ২০ মিনিট অন্তর মেট্রো চলে, পুজোর সময়ে এটি কমে ১২ থেকে ১৫ মিনিট অন্তর হয়ে যাবে। এর ফলে মেট্রোতে ভিড় যেমন নিয়ন্ত্রণ করা যাবে তেমনি যাত্রীদের জন্যও সফর আরামদায়ক ও সুবিধাজনক হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X