পার্থ মান্নাঃ ঢাকে কাঠি পরে গিয়েছে আজ থেকেই শুরু বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। ঘুম ভাঙলেই পাড়ায় পাড়ায় শোনা যাচ্ছে পুজোর গান। কিন্তু এতো আনন্দের মাঝে চিন্তা ধরাচ্ছে আবহাওয়া। এই রোদ তো এই বৃষ্টি নামছে। এমন খামখেয়ালির জেরে পুজোর নতুন জামা পড়বেন নাকি রেনকোট সেই নিয়েই দ্বিধায় সকলে। আজ পঞ্চমীতে কেমন থাকবে আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক কি বলছে Indian Meteorogical Department বা IMD।
আজকের আবহাওয়া
আজ কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। রোদের দেখা মাঝে মধ্যে পাওয়া গেলেও। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৬% থেকে ৯০% পর্যন্ত হওয়ার জেরে আদরটা জনিত অস্বস্তি হতে পারে বলে জানা যাচ্ছে।
দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া
আজ পঞ্চমীর দিন আকাশ আংশিক মেঘলা থাকবে দক্ষিণের বেশিভাগ জেলাতেই। যদিও বৃষ্টির জন্য আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে। আগামী ১৩ই অক্টোবর পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি এমনই থাকবে বলে মনে করা হচ্ছে। তবে কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি।
উত্তরবঙ্গের আজকের আবহাওয়া
উত্তরেও বৃষ্টির খেলা জারি রয়েছে। মেঘলা আকাশ ভেঙে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েই চলেছে। দার্জিলিং থেকে কালিম্পঙ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে তো বাকি জেলা যেমন জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে মালদা ইত্যাদি জেলায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। উত্তরেও আরও কিছুদিন এমন পরিস্থিতি বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে।
আগামীকালের আবহাওয়া
আগামী কয়েকদিন আলাদা করে বৃষ্টির কোনো সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া দফতরের তরফ থেকে। তবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। একইভাবে উত্তরের কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ১৩ই অক্টোবর পর্যন্ত।