Abhishek Chatterjee's Daughter Saina Chatterjee actind debut with Serial Sanjukta got emotional

’আমরা মানি না অভি নেই’, মেয়ে সাইনা অভিনয়ের জগত পা রাখতেই আবেগঘন অভিষেক পত্নী সংযুক্তা

পার্থ মান্নাঃ অভিষেক চ্যাটার্জিকে মনে আছে নিশ্চই, ছোটপর্দা থেকে বড় পর্দা নিজের অভিনয়ের দক্ষতায় লক্ষ লক্ষ মানুষের হৃদয় জিতেছিলেন তিনি। এবার তাঁরই স্বপ্ন পূরণ করতে বাংলা সিরিয়ালের দুনিয়ায় পা রাখল  মেয়ে সাইনা চ্যাটার্জী (Saina Chatterjee)। যাঁরা ষ্টার জলসার পর্দায় ‘অনুরাগের ছোঁয়া’ দেখেন তারা জানেন ধারাবাহিকটি লিপ নিয়েছে। আর সেখানেই সূর্য ও দীপার মেয়ে রুপার চরিত্রে দেখা যাবে সাইনাকে।

বাবার স্বপ্ন পূরণে অভিনয়ে অভিষেক কন্যা সাইনা

অনুরাগের ছোঁয়া সিরিয়ালে কে হবে রুপা এই নিয়ে বিগত বেশ কিছুদিন ধরেই জল্পনা কল্পনা চলছিল। অনেকেই ধারণা করেছিলেন যে দিতিপ্রিয়াকে দেখা যাবে এই চরিত্রে। তবে এবার জানা গেল এই চরিত্র দিয়েই নিজের অভিনয়ের শুরু করবেন সাইনা। মেয়ের এই সাফল্যে খুশি ও আবেগপ্রবণ মা সংযুক্তা। কি জানালেন তিনি? চলুন জেনে নেওয়া যাক।

Abhishek Chatterjee's Daughter Doll aka Saina Chatterjee debut in Acting

সাইনার অভিনয় দুনিয়ায় প্রবেশের প্রসঙ্গে কথা বলার জন্য আনন্দবাজারের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল অভিষেক পত্নীর সাথে। তিনি জানান, ‘আমরা মানিই না যে অভি নেই। ও সোম সময়েই আমাদের সাথে আছে। আমরা সেটা টের পাই। তাছাড়া মেয়ে বাবার কাজের জগতে পা রাখছেন সেটা বাবা নিজে দেখবে না, সেটা হয় নাকি!’

কিভাবে আসে প্রথম অভিনয়ের সুযোগ?

কিভাবে অভিনয়ে আসার চিন্তাভাবনা? এই সম্পর্কে বলতে গিয়ে সংযুক্ত জানান, ‘দল যেটা করবে সেটাই আমরা মেনে নেব। তাই ওর অভিনয়ে আসাটা আমাদের ইচ্ছা শুধু নয় ওরও ইচ্ছা। তাছাড়া এখন সুযোগ এল বলে আর না করিনি। বর্তমানে ক্লাস নাইনের ছাত্রী সাইনা। তবে প্রথমবার অভিনয় করলেও কোনো টেনশন ছিল না তাঁর। ক্যামেরার সামনে কোনো ভয় না পেয়েই দাঁড়িয়েছে ও প্রথম দিনেই সকলের সাথে বেশ মিশে গিয়েছে।

এছাড়াও তিনি আরও জানান, অভিনয়ে সারা জন্য কখনোই কাউকে বলেননি তাঁরা। চ্যানেলের তরফ থেকেই প্রথম ফোন করা হয়। কিছুটা অবাক হয়েছিলেন তখন, পরে লুক সেটের জন্য নিয়ে যাওয়া হয়। বেশ  কিছু ডায়লগ বলতে বলা হয়। তারপরেই পাশ! যেন অভি মেয়ের জীবনটা নিজেই গুছিয়ে দিল গেল। এটাই হয়তো হওয়ার ছিল। কথাগুলো বলতে গিয়ে বেশ আবেগ প্রবণ হয়ে পড়েন সংযুক্তা। তবে এখন অপেক্ষা দর্শকেরা সাইনার অভিনয় কিভাবে নেবেন সেটা দেখার।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X