পার্থ মান্নাঃ এতদিন ধরে যে ভয়টা ছিল সেটাই হবে না হবে না করে সত্যি হয়ে গেল। আবহাওয়া দফতর খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই বললেও দুর্গাপুজোর পঞ্চমীতেও ভিজল কলকাতা। বেলা বাড়তেই আকাশে মেঘের পরিমাণ বেড়েছিল। তারপর দুপুর নাগাদ ঝমঝমিয়ে বৃষ্টি হল কলকাতা সহ বাংলার একাধিক জেলায়। যদিও এখনও পুজোর ছুটি পড়েনি তবে ইতিমধ্যেই অনেকেই ভিড় এড়াতে আগেভাগেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন। তারাই পড়েছেন মুশকিলে। তবে কি পঞ্চমীর মত ষষ্ঠীতেও নামবে বৃষ্টি? চলুন দেখে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া খবর
পঞ্চমীতে ভিজল কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলা
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে কলকাতার আকাশ মেঘলা থাকবে। তেমনটাই ছিল সকাল থেকে। তবে মুশিকল হল বেলা বাড়তেই বৃষ্টি নামে যার ফলে ঠাকুর দেখার প্ল্যান অনেকেই বাতিল করে ফেলেছেন। নয়তো প্যান্ডেল হপিংয়ে বেরোনোর আগে ছাতা মাস্ট বুঝে গিয়েছেন। কিন্তু আজ তো সবে পঞ্চমী, আগামীকাল বা পুজোর বাকি দিনগুলোর কি হবে?
দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া
নতুন করে যে আবহাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে তাতে জানা যাচ্ছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। যার জেরে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ ষষ্ঠীতেও মুক্তি নেই বৃষ্টির হাত থেকে। তবে এই ৬ জেলা বাদে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। তাই পুজোর প্ল্যান পুরোটা না হলেও কিছুটা মাটি হল বলা যেতেই পারে।
উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানা যাচ্ছে। হাওয়া অফিসের থেকে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বাকি উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে যাব বলেই জানা যাচ্ছে।