Business Oppurtunity with Indian Railway Know how to apply for opening a shop in Railway Station

রেলের সাথে ব্যবসা করে মোটা আয়ের সুযোগ! প্লাটফর্মে দোকান দিতে চাইলে এভাবে করুন আবেদন

পার্থ মান্নাঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা ভালো কাজের খোঁজ পেতে গিয়ে হিমশিম খাচ্ছেন অনেকেই। পড়াশোনা করেও চাকরি পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। তাই অনেকেই ব্যবসা করার কথা ভাবছেন। আপনিও যদি তাঁদের মধ্যেই একজন হন তাহলে ভারত সরকারের এই প্রকল্পের কথা আপনার সবার আগে জানা উচিত। জানা যাচ্ছে ‘ভোকাল ফর লোকাল অ্যান্ড লোকাল টু গ্লোবাল’ প্রকল্প লঞ্চ করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। যার দরুন রেলের সাথে ব্যবসার সুযোগ পেতে পারেন সকলেই।

কাজের জন্য অফিস যাওয়া হোক বা ভ্রমণের জন্য যাত্রা মধ্যবিত্ত তথা গরিবের একমাত্র উপায় হল ট্রেন। প্রতিদিন লক্ষাধিক মানুষ ট্রেনে যাতায়াত করেন আর এবার এই ট্রেন স্টেশনেই দোকান লাগিয়ে দুর্দান্ত ব্যবসা করতে পারেন আপনি। এর জন্য ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ স্টল দেওয়া চালু করছে পূর্ব রেল। কিভাবে আবেদন করতে পারেন ও কিভাবে রেলের সাথে ব্যবসা করবেন তার বিস্তারিত রইল আজকের প্রতিবেদনে।

রেলের সাথে ব্যবসার সুবর্ণ সুযোগ

যেমনটা জানা যাচ্ছে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের ১০০টি করে স্টেশনে এই প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যারা এক স্টেশন এক পণ্য (One Station One Product) স্কীমে ব্যবসা করতে চান তারা আবেদন করতেই পারেন। তবে তার আগে কোন কোন স্টেশনে দোকান দেওয়া যাবে তার লিস্ট দেখে নিতে হবে। হাওড়া, আরামবাগ, আজিমগঞ্জ জংশন, চন্দননগর থেকে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, বনগাঁ, দমদম ক্যান্টনমেন্ট পিয়ালী, লালগোলা ইত্যাদি একাধিক স্টেশনে দোকান দেওয়া যাবে।

কিভাবে আবেদন করবেন?

আপনি যদি রেলের সাথে ব্যবসা করতে চান তাহলে আপনাকে একটি সাদা A4 কাগজে আবেদন লিখে নির্দিষ্ট স্টেশনের স্টেশন ম্যানেজারের কাছে আবেদন করতে হবে। এক্ষেত্রে ১৫ দিনের জন্য ১৫০০ টাকা ও ১ মাস বা ৩০ দিনের জন্য ২০০০ টাকা রেজিস্ট্রেশন ফিজ দিতে হবে। তারপর লটারির মাধ্যমে কে কতদিন স্টল বা দোকান দিতে পারবেন সেটা ঠিক করা হবে।

তবে জানিয়ে রাখি যারাদোকান দেবেন তাদের ১৫ দিনে ২০ ইউনিট ও ৩০ দিনের জন্য ৪০ ইউনিট বিদ্যুৎ ফ্রি দেওয়া হবে। আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য বা স্টেশনের লিস্ট দেখতে হলে আপনাকে ইন্ডিয়ান রেলের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। www.er.Indianrailways.gov.in এই ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারেন।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X