পার্থ মান্নাঃ আজকাল একটা ভালো চাকরি পাওয়া বেশ সমস্যার হয়ে দাঁড়িয়েছে। কারণ প্রতিনিয়ত বেকার যুবক যুবতীদের সংখ্যা বেড়েই চলেছে। যার ফলে অল্প কিছু শূন্যপদের জন্য লক্ষাধিক আবেদনকারী দেখা যায়। তবে এবার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিল ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। মোট ১০,০০০ লোক নেওয়া হবে বলে জানা যাচ্ছে SBI এর তরফ থেকে।
SBI-তে চাকরির সুবর্ণ সুযোগ
অনেকেই ছোট থেকে ব্যাঙ্কে চাকরির স্বপ্ন দেখে। অফিসে বসে চাকরি, মাসের শেষে মোটা মাইনে এমনকি ছুটিও পাওয়া যায় ভালোমত। সব মিলিয়ে একটা ব্যাঙ্কের চাকরি পেয়ে গেলে ভবিষ্যতের চিন্তা দূর হয়ে যায়। সম্প্রতি এসবিআই চেয়ারম্যান সিএস শেঠি চাকরি নিয়ে বড় ঘোষণা করেছেন। তিনি জানান, ‘প্রুযুক্তিগত দিক থেকে শুরু করে জেনারেল ব্যাংকিংয়ের দিকেও আমরা আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করছি’।
এদিন তিনি আরও বলেন, ইতিমধ্যেই ১৫০০ শূন্যপদে নিয়োগ ঘোষণা হয়েছে। যেখানে এন্ট্রি লেভেল থেকে একাধিক পদে লোক নেওয়া হবে। তবে প্রযুক্তির দিকে আরও ডেটা সায়েন্টিস্ট, ডেটা আর্কিটেক্ট, নেটওয়ার্ক অপারেটরের নিয়োগ করা হবে।
১০,০০০ লোক নেবে SBI
SBI চেয়ারম্যানের মতে, বছরে ৮,০০০ – ১০,০০০ মত লোকবলের প্রয়োজন হয়। এই অর্থবর্ষে সেই নিয়োগের টার্গেট নেওয়া হয়েছে। তাছাড়া আগামী দিনে আরও ৬০০ SBI এর ব্রাঞ্চ খোলা হবে। হিসাব বলছে গতবছর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে মোট কর্মরত লোকের সংখ্যা ছিল ১ লক্ষ ১০ হাজার ১১৬ জন। যেটা এবছর বেড়ে ২ লক্ষ ৩২ হাজার ২৯৬ জন হয়ে গিয়েছে। তবে আগামীতে এই সংখ্যাটা আড়াই লক্ষ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।