New Delhi to Srinagar Vande Bharat Metro Will Run Soon see Route and Fare Details

ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর! চালু হচ্ছে ভূস্বর্গের প্রথম বন্দে ভারত স্লিপার, দেখুন রুট ও ভাড়া

পার্থ মান্নাঃ যাত্রীদের জন্য পুজোর মাঝেই বিরাট সুখবর দিল ভারতীয় রেল। প্রতিনিয়ত রেল পরিষেবা উন্নত করার জন্য নতুন ট্রেন থেকে রুট ঘোষণা হচ্ছে। বন্দে ভারত এক্সপ্রেসের পর কিছুদিন আগেই বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন হয়েছে। যার ফলে এবার আরও বেশি দূরত্বের যাত্রা করা যাবে। দেশের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে তুলনামূলকভাবে অনেকটাই কম সময় লাগবে।

রাজধানী থেকে কাশ্মীর পর্যন্ত নতুন বন্দে ভারত স্লিপার

এবার জানা যাচ্ছে রাজধানী দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত চলবে বন্দে ভারত স্লিপার। ঘোষণা শোনার প্রিয় সবচেয়ে বেশি খুশি ভ্রমণপ্রেমীরা। এক ট্রেনেই দিল্লি থেকে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেওয়া যাবে। এর ফলে পর্যটন যেমন বাড়বে তেমনি ট্রেন যাত্রাও হবে আরও বেশি আরামদায়ক।

তবে এখুনি চালু হচ্ছে না নিউ দিল্লি টু শ্রীনগর বন্দে ভারত স্লিপার। আশা করা হচ্ছে আগামী জানুয়ারি ২০২৫ সালের মধ্যেই চালু হয়ে যাবে ট্রেনটি। যেখানে এসি ফার্স্ট ক্লাস, ২ টায়ার এসি ও ৩ টায়ার এসি কোচ থাকবে। সব মিলিয়ে মোট ১৩টি কোচ থাকতে পারে ট্রেনটিতে।

New Delhi-Srinagar Vande Bharat Sleeper এর রুট

দিল্লি থেকে শ্রীনগর যাওয়র পথে কোন কোন স্টেশনে থামবে ট্রেনটি? যেমনটা জানা সন্ধ্যে ৭ টা নাগাদ দিল্লি থেকে যাত্রা শুরু হবে ৮০০ কিমি পথ যাওয়র জন্য ১৩ ঘন্টারও কম সময় নেবে ট্রেনটি। যাত্রা পথের মাঝে আম্বালা ক্যান্টনমেন্ট জংশন, লুধিয়ানা জংশন, কাঠুয়া, জম্মু তাওয়াই, শ্রী মাতা বৈষ্ণ দেবী, কাটরা, সাঙ্গলদান ও বানিহাল স্টেশনে থামবে।

দিল্লি থেকে শ্রীনগর যেতে বন্দে ভারত স্লিপারের ভাড়া হবে কত?

ট্রেন জার্নি যেমন আরামদায়ক তেমনি খরচের হিসাবটাও মাথায় রাখতে হয়। এমনিতেই প্রিমিয়াম ট্রেনের ক্যাটেগরিতে পরে বন্দে ভারত তাই ভাড়া আর পাঁচটা ট্রেনে থেকে একটু বেশি হবে সেটা আশা করাই যায়। যদিও এখুনি অফিসিয়ালি ভাড়া প্রকাশিত হয়নি। তবে আন্দাজ করা হচ্ছে এসি ৩ টায়ারের জন্য ২০০০ টাকা, এসি ২ টায়ারের জন্য ২৫০০ টাকা ও এসি ফার্স্ট ক্লাসের জন্য প্রায় ৩০০০ টাকা ভাড়া ধার্য্য করা হতে পারে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X