পার্থ মান্নাঃ ষষ্ঠীতেই এল দারুণ সুখবর। এক ধাক্কায় অনেকটা কমে গেল সোনার দাম। বিগত কয়েক দিন লাগাতার দাম বাড়তে থাকায় অনেকেই চিন্তায় পড়ে গিয়েছিলেন কারণ সামনেই বিয়ের সিজেন এমন সময় সোনা ৭০ হাজারের ঘর পেরিয়ে ৮০ এর দিকে এগোচ্ছে! তবে এবার কিছুটা হলেও স্বস্তি পাওয়া গেল। কারণ আজ অনেকটাই দাম কমেছে। তাই আপনি যদি সোনা কেনার প্ল্যান বানিয়ে থাকেন তাহলে আজ কেনাকাটি সেরে ফেলতে পারেন। তবে তার আগে দেহে নিন আজ কলকাতায় সোনা ও রুপার রেট চলছে কত।
আজ কলকাতায় সোনার দাম
আজকে আপনি যদি সোনা কেনার কথা ভেবে থাকেন তাহলে ২২ ক্যারেট ১ গ্রাম সোনার জন্য আপনাকে ৭০৩০ টাকা খরচ করতে হবে। অর্থাৎ ১০ গ্রাম বা ১ ভরীর জন্য ৭০ হাজার ৩০০ টাকা ও ১০০ গ্রাম সোনার জন্য ৭ লক্ষ ৩ হাজার টাকা খরচ হবে। তবে ভালো খবর এই যে গতকালের তুলনায় সোনার দাম কিছুটা। কমেছে দশ গ্রামের জন্য ৭০০ টাকা ও ১০০ গ্রামে ৭০০০ টাকা কমেছে সোনার দাম।
তবে যদি খাঁটি সোনা অর্থাৎ ২৪ ক্যারেট সোনা কিনতে চান সেক্ষেত্রে দাম আরও একটু বেশি পড়বে। ১ গ্রাম ২৪ ক্যারেট সোনা আজ ৭৬৬৯ টাকা দাম। সেই হিসাবে ১০ গ্রামের জন্য ৭৬ হাজার ৬৯০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৭ লক্ষ ৬৬ হাজার ৯০০ টাকা খরচ পড়বে। এক্ষেত্রেও দাম কমেছে, দশ গ্রাম সোনার দাম ৭৬০ টাকা ও ১০০ সোনার দাম ৭৬০০ টাকা কমেছে।
এছাড়া সস্তার সোনা ৮ কিনতে চাইলে আপনি ১৮ ক্যারেট সোনা কিনতে পারেন। এক্ষেত্রে আপনাকে ১ গ্রাম সোনার জন্য ৫৭৫২ টাকা লাগবে। অর্থাৎ ১০ গ্রাম বা ১ ভরী সোনার জন্য ৫৭ হাজার ৫২০ টাকা ও ১০০ গ্রাম সোনার জন্য ৫ লক্ষ ৭৫ হাজার ২০০ টাকা খরচ হবে। তবে জানিয়ে রাখি এক্ষেত্রেও সোনার দাম কমেছে। দশ গ্রামের জন্য ৫৭০ টাকা ও একশো গ্রামের জন্য ৫৭০০ টাকা দাম কমেছে।
আজ কলকাতায় রুপার দাম
যেভাবে দিন দিন সোনার দাম বাড়ছে তাতে অনেকেই গহনার জন্য সোনার বদলে রুপাকে বেছে নিচ্ছেন। তাই আজ যদি রুপা কিনতে চান সেক্ষেত্রে আপনাকে দশ গ্রাম ৯৪০ টাকা ও ১০০ গ্রামরুপার রুপার জন্য ৯৪০০ টাকা খরচ করতে হবে। যার অর্থ আজ কলকাতায় রুপা ৯৪,০০০ টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে।