পার্থ মান্নাঃ বেঁচে থাকার জন্য যে তিনটে জিনিস মানুষের প্রয়োজন সেটা হল খাদ্য, পোশাক ও বাসস্থান। অর্থাৎ থাকার জন্য একটা পাকা বাড়ি সকলেই আশা করেন। কিন্তু এমন অনেক মানুষ আছেন যাদের জমি থাকলেও লক্ষাধিক টাকা খরচ করে বাড়ি করার সামর্থ্য নেই। এমন মানুষদের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবাস যোজনা লঞ্চ করা হয়েছে। কেন্দ্রের পিএম আবাস যোজনার মত পশ্চিমবঙ্গ সরকারের তরফেও বাংলা আবাস যোজনা প্রকল্প লঞ্চ করা হয়েছে। আপনি কি সেই প্রকল্পে টাকার জন্য আবেদন করেছেন বা করবেন ভাবছেন? তাহলে আজকের প্রতিবেদনটি অবশ্যই শেষ অবধি পড়ুন।
বাংলা আবাস যোজনার নিয়মে বদল
আপনি যদি বাংলার আবাস যোজনা প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনাকে বেশ কিছু শর্ত মানতে হবে। তা না হলে বাড়ি তৈরির জন্য কোনো টাকা পাওয়া যাবে না। মূলত আবাস যোজনায় একাধিক ক্ষেত্রে দুর্নীতির খবর আসার পর থেকেই নিয়ম আরও কড়া করে দেওয়া হয়েছে। বিশেষ করে আগামী ২১ শে অক্টোবর থেকেই নতুন করে সমীক্ষার কাজ শুরু হবে তাই টাকা পেতে হলে নিয়ম মানতেই হবে।
যেমনটা জানা যাচ্ছে, মোট ১১ লক্ষ বাড়ি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য খরচ হবে ১৩,৮০০ কোটি টাকা। প্রতিটি আবেদনকারীকে ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। হ্যাঁ কেন্দ্র নয় পশ্চিমবঙ্গ সরকারই দেবে টাকা। কিন্তু সেটা পেতে কি কি নিয়ম মানতে হবে? চলুন দেখে নেওয়া যাক।
মুচলেখা দিতে হবে আবেদনকারীকে
যারা এই প্রকল্পের জন্য আবেদন করবেন তাদের মোট ৩ ধাপে টাকা দেওয়া হবে। প্রথমে ৬০,০০০ টাকা দেওয়া হবে। এরপর ৪০,০০০ টাকা ও শেষে ধাপে ২০,০০০ টাকা দেওয়া হবে। তবে এক্ষেত্রে অতীতে দেখা গিয়েছে টাকা পাওয়া হয়ে গেলেও অনেকেই বাড়ির কাজ সম্পূর্ণ না করে অসম্পূর্ণ অবস্থাতেই ফেলে রেখে দিয়েছেন। এবার সেটা আর সহ্য করা হবে না। তাই বাড়ি করা হবে বলে মুচলেখা দিতে হবে। তাই পরবর্তীকালে যদি কেউ টাকা নিয়ে বাড়ি না বানায় তাহলে তাকে সমস্যায় পড়তে হতে পারে।