পার্থ মান্নাঃ মাত্র দুদিন আগেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। গুজব রটে গুরুতর অসুস্থ রতন টাটা। যদিও সেই খবর মিথ্যে বলে জানান তিনি নিজেই। একইসাথে জানান রেগুলার চেকআপের জন্য হাসপাতালে যাওয়া, সম্পূর্ণ সুস্থ আছেন তিনি। তবে গতকাল অর্থাৎ ৯ই অক্টোবর রাতেই খবর আসে ৮৬ বছর বয়ে প্রয়াত রতন টাটা। সেই সাথে ভারতীয় শিল্পমহলের এক উজ্জ্বল নক্ষত্র পতন ঘটল।
সকলের চোখে জল এনে প্রয়াত রতন টাটা
রতন টাটা আর নেই, এই খবরটা শুরুতে বিশ্বাসই করতে পারেননি অনেকেই। পৃথিবীর সবচেয়ে সফল শিল্পপতিদের মধ্যে একজন মানা হয় তাকে। তাঁর নেতৃত্বেই টাটা গোষ্ঠী দেশ তথা বিশ্বের একটি অতন্ত্য পরিচিত ও গুরুত্বপূর্ণ কোম্পানি হয়ে ওঠে। ১৯৯১ সাল থেকে ২০১২ পর্যন্ত ২১ বছর টাটা গ্রূপ অফ কোম্পানির চেয়ারম্যান পদে ছিলেন রতন টাটা।
রতন টাটার মোট সম্পদ
টাটা কোম্পানির ব্যবসা যে ভারতের প্রতিটা বাড়ি থেকে বিদেশেও ছড়িয়ে রয়েছে সেটা কমবেশি সকলেই জানেন। জানলে অবাক হবেন প্রায় ১০০ এরও বেশি কোম্পানি রয়েছে টাটার। যার বার্ষিক টার্নওভার বা ব্যবসার পরিমাণ ৩০০ বিলিয়ন মার্কিন ডলার। এত বড় সাম্রাজ্যের মালিক হওয়ার সুবাদে প্রায় ৩৮০০ কোটি টাকার সম্পত্তি ছিল রতন টাটার নামে। এমনকি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে ১২১ নম্বরে ছিল তাঁর নাম।
তবে যে কারণে তিনি সকলের কাছে শিল্পপতি হওয়ার থেকে বেশি হয়ে সকল মানুষের কাছ পরিচিত ছিলেন সেটা হল তার নম্র স্বভাব ও দাতব্য কাজের জন্য। এত বড় একটা কোম্পানির চেয়ারম্যান হওয়ার তুলনায় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল অনেকটাই কম। কারণ আয়ের ৬৬% টাকাই টাটা ট্রাস্টি দান করা হয়।
চিকিৎসার জন্য হাসপাতাল থেকে শুরু করে যে কোনো দুর্ঘটনা বা করোনা মহামারীর সময় দুর্গত মানুষদের সাহায্যার্থে কোটি কোটি টাকা দান করেছেন তিনি। তাছাড়া মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য রতন টাটা স্কলারশিপ, টাটা ফাউন্ডেশন স্কলারশিপও দেওয়া হয়।