Who will became Sucessor of Ratan Tata 4 Names comes up

কে পাবে রতন টাটার সাম্রাজ্যের সিংহাসহ? উত্তরসূরি হিসাবে উঠে আসছে এই ৪ নাম

পার্থ মান্নাঃ বুধবার রাতেই হটাৎ খবর আসে প্রয়াত রতন টাটা (Ratan Tata)। শুরুতে বিশ্বাস না হলেও খবরটা সত্যি। দুদিন আগেই যেখানে গুজবে কান দিতে না করে নিজের সুস্থতার খবর জানিয়েছিলেন আজ তিনি আর নেই। ভারতীয় শিল্পজগতের প্রবীণ এই ব্যক্তিত্বের চলে যাওয়াতে এক যুগের অবসান ঘটল। ৮৭ বছর বয়সে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালেই শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। তবে তার চলে যাওয়ার প্রিয় শুরু হয়েছে জল্পনা কে হবে টাটা গ্রূপের বিশাল সাম্রাজ্যের উত্তরসূরি?

কে হবে টাটা গ্রূপের সাম্রাজ্যের উত্তরসূরি?

জীবনে প্রেমের আনাগোনা হলেও বিয়ে করেননি রতন টাটা। এমনকি কোনো সন্তানকেও দত্তক নেননি তিনি। তাই স্বাভাবিকভাবেই লোকের মনে প্রশ্ন জগতে শুরু করেছে কে হবেন টাটা গ্রূপের বিশাল সাম্রাজ্যের পরবর্তী উত্তরসূরি? উত্তরে সামনে আসছে তিনটি নাম। তিনজনই সৎ ভাই নোয়েল টাটার সন্তান। অবশ্য আরও একটি নাম রয়েছে, সেটি হল টাটা কর্তার সর্বকনিষ্ঠ জেনারেল ম্যানেজার তথা ছায়াসঙ্গী শান্তনু নায়ডু। চলুন আজকের প্রতিবেদনে এই চারজন কারা জেনে নেওয়া যাক।

লিয়া টাটা (Leah Tata) : নোয়েল টাটার বড় মেয়ে লইয়া। স্পেনের মাদ্রিদের এক নামি বিজনেস স্কুল থেকেই মার্কেটিং নিয়ে পড়াশোনা শেষ করেছেন লিয়া। বর্তমানে টাটা গ্রূপের হসপিটালিটি সেক্টরে গুরুত্বপূর্ণ ‘তাজ গ্রূপ অফ হোটেলস’ এর দেখাশোনার দায়িত্ব রয়েছে তাঁর কাঁধেই।

নেভিল টাটা (Neville Tata) : নোয়েল টাটার ছেলে নেভিল। বেশি বিজনেস স্কুল থেকে পড়াশোনা শেষ করে তিনিও টাটা গ্রূপেই গুরুত্বপূর্ণ পদে কর্মরত। তার কাঁধে  ‘ট্রেন্ট লিমিটেড’এর দায়িত্ব রয়েছে। যেখানে ওয়েস্টসাইড, স্টার বাজার, ল্যান্ডমার্ক এবং জুডিও এর মত ব্রান্ডগুলি রয়েছে।

মায়া টাটা (Maya Tata) : নোয়েল টাটার আরেক কন্যা বা সর্বকনিষ্ঠ কন্যা মায়া।  ব্রিটেনের বেইস বিজনেস স্কুল এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে পড়শোনা করেছেন। তাঁর কর্মজীবন শুরু হয়েছিল টাটা ক্যাপিটালের সহযোগী প্রতিষ্ঠান টাটা অপর্চুনিটিস ফান্ড দিয়ে। কিন্তু পরবর্তীতে সেটা বন্ধ হয়ে যাওয়ায় টাটা গিগিতালে আসেন তিনি। মায়ার নির্দেশনাতেই চালু হয় Tata Neu অ্যাপ।

শান্তনু নায়ডু (Shantanu Naidu) : রতন টাটার সাথে বিগত কয়েক বছরে বারেবারে যার নাম উঠে এসেছিল তিনি হলেন শান্তনু নায়ডু। প্রায় সর্বদাই রতন টাটার সাথে দেখা যেত তাঁকে। তবে বাস্তবে কে হয় টাটা গ্রূপের উত্তরসূরি সেটাই এখন দেখার অপেক্ষা।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X