পার্থ মান্নাঃ বাঙালি দর্শকদের প্রতিদিনের বিনোদন মানেই হল বাংলা সিরিয়াল। জি বাংলা থেকে ষ্টার জলসার পর্দায় একাধিক কাহিনী সম্প্রচারিত হয়। যা দেখার জন্য রীতিমত অপেক্ষায় থাকেন সকলে। আর এই সমস্ত ধারাবাহিকের ভবিষ্যৎ নির্ভর করে সাপ্তাহিক টার্গেট রেটিং পয়েন্টের উপরে। তাই কে কত টিআরপি (TRP) পেল সেটা জানার জন্য বৃহস্পতিবার সকাল থেকেই হার্টবিট বেড়ে যায়। ইতিমধ্যেই নতুন তালিকা প্রকাশ্যে এসেছে। পুজোর সপ্তাহে কে হল বেঙ্গল টপার? চলুন দেখে নেওয়া যাক।
জি বাংলা ও ষ্টার জলসার মধ্যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। যার ফলে একজন নয় এসপ্তাহে রয়েছে জোড়া বেঙ্গল টপার। ফুলকি ও কথা দুজনেই ৭.১ পয়েন্ট পেয়ে এবারে যুগ্ম ভাবে সেরার সেরা হয়েছে। এর ঠিক পরেই নামমাত্র পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় হয়েছে আবার জি ও স্তরের দুই মেগা। জগদ্ধাত্রী ও গীতা LLB দুজনেই ৭.০ পয়েন্ট পেয়েছে। এরপর তৃতীয় স্থানে একই কাঁপিয়ে দিয়েছে পর্ণা। অবশ্য হবে নাই বা কেন! এক দিকে স্মৃতি ফিরেছে পর্ণার, তো অন্যদিকে চলছে বর্ষা ও পিকলুর বিয়ের পর্ব। ধামাকা পর্বের জেরে এসপ্তাহে ৬.৬ পয়েন্ট পেয়েছে নিম ফুলের মধু।
চতুর্থ স্থানেও রয়েছে দুই মেগা, একটি হল উড়ান আরেকটি কোন গোপনে মন ভেসেছে। দুজনেই ৬.৪ পয়েন্ট পেয়েছে। এরপর সামান্য পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়েছে শুভ বিবাহ। এবারে ৬.৩ পেয়ে রয়েছে পঞ্চম স্থানে। অবশ্য সেরা দশের মধ্যেই রয়েছে নতুন মেগাগুলি। রাঙ্গামতি তীরন্দাজ থেকে আনন্দী দুই মেগায় চলে এসেছে সেরা দশ ধারাবাহিকের তালিকায়। কে পেল কত? চলুন দেখে নেওয়া যাক এসপ্তাহের সেরা দশ বাংলা সিরিয়ালের টিআরপি সহ তালিকা।
সেরা দশ সিরিয়ালের TRP তালিকাঃ (Bengali Serial Target Rating Point List)
ফুলকি, কথা – ৭.১
জগদ্ধাত্রী, গীতা LLB – ৭.০
নিম ফুলের মধু – ৬.৬
উড়ান, কোন গোপনে মন ভেসেছে – ৬.৪
শুভ বিবাহ – ৬.৩
রাঙ্গামতি তীরন্দাজ – ৫.৮
অনুরাগের ছোঁয়া – ৫.৭
আনন্দী – ৫.৪
তেঁতুলপাতা – ৫.২
ডায়মন্ড দিদি জিন্দাবাদ – ৫.১
এসপ্তাহেই আরও একটি নতুন মেগার প্রোমো প্রকাশ্যে এসেছে। দীর্ঘ প্রতীক্ষার পর দর্শকদের আশা পূরণ করে উদয় প্রতাপ সিংকে দেখা যাবে নায়কের ভূমিকায়। নতুন মেগার নাম হচ্ছে ‘পরিণীতা’। তবে কবে থেকে বা কটার স্লটে আসবে এই ধারাবাহিক তা নিয়ে এখনও কোনো ঘোষণা করা হয়নি। সিরিয়াল ছাড়াও রিয়েলিটি শোয়ের মধ্যে দিদি নং ১ এর সানডে ধামাকা পর্ব ৫.৬ পয়েন্ট পেয়েছে। এদিকে সারেগামাপা পেয়েছে ৫.৮ পয়েন্ট। আর পুচ্য স্পেশাল ‘পুজোর সবচেয়ে বড় জলসা’ পেয়েছে ৫.৬ পয়েন্ট।