7th Pay Commision will Increase Constant Attendance Allowance by 25 Percent

সরকারি কর্মীদের জন্য ফের সুখবর! DA না বাড়লেও ২৫% বাড়ছে ভাতা, শুনেই খুশি পেনশনভোগীরা

পার্থ মান্নাঃ বিগত কয়েক মাস ধরেই ডিএ বৃদ্ধির আশায় বুক বেঁধেছেন কেন্দ্রীয় সরকারের কর্মীরা। কথা ছিল পুজোর মধ্যেই হয়তো আসবে ঘোষণা, কিন্তু এখনও সেটা মেলেনি। হিসেবে মত মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলে বর্তমান কর্মরতদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মীদেরও ডিআর বাড়বে। যার ফলে পেনশনে প্রাপ্ত টাকার পরিমাণও কিছুটা বেড়ে যায়। তবে সম্প্রতি ফাইনান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট বলছে DA না বাড়লেও কনস্ট্যান্ট আটেনডেন্ট অ্যালাওয়েন্স বাড়ানো হবে।

বাড়ছে কনস্ট্যান্ট আটেনডেন্ট অ্যালাওয়েন্স

যে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মীরা নূন্যতম টানা ১০ বছর সরকারি চাকরি করেছেন তাদের প্রাপ্ত বেতনের ৫০ শতাংশ পেনশন হিসাবে দেওয়া হয়। তবে তার সাথে থাকবে একটানা কাজ করার জন্য স্পেশাল বোনাস, যেটাকে কনস্ট্যান্ট আটেনডেন্ট অ্যালাওয়েন্স বলা হবে। ইতিমধ্যেই নাকি পেনশন ও পেনশনভোগী কল্যাণ দফতরের তরফ থেকে এই প্রসঙ্গে মেমো জারি করা হয়েছে। সেখানেই জন্য হয়েছে DA ৫০% বৃদ্ধি হলেই কনস্ট্যান্ট অ্যাটেন্ড্যান্ট অ্যালাওয়েন্স ২৫% বাড়ানো হবে। ফলে পেনশনভোগীদের হাতে আরও কিছু অতিরিক্ত টাকা আসবে।

নতুন নিয়ম অনুযায়ী, যারা এতদিন কনস্ট্যান্ট অ্যাটেন্ড্যান্ট অ্যালাওয়েন্স হিসাবে ৬৭৫০ টাকা পেতেন তারা এবার ২৫% বেড়ে ৮৪৩৮ টাকা করে পাবেন। কারণ ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ৫০% হারে মহার্ঘ ভাতা প্রদান করছে। অর্থাৎ ডিএ বৃদ্ধি না হলেও হাতে কিছু অতিরিক্ত টাকা আসবে এটুকু নিশ্চিত।

কবে হবে DA বৃদ্ধির ঘোষণা?

এর আগে ৩রা অক্টোবর কেবিনেট বৈঠকের দিনেই ডিএ বৃদ্ধির ঘোষণা হবে বলে আশা করেছিলেন সরকারি কর্মীরা। যদিও সেদিন রেলের বোনাস ঘোষণা হলেও মহার্ঘ ভাতা নিয়ে আলাদা করে কোনো ঘোষণা শোনা যায়নি। এর ফলে একপ্রকার হতাশ হয়েছিলেন কর্মচারীরা। তবে আশা করা হচ্ছে দিওয়ালির আগেই নতুন ঘোষণা করা হবে। যেখানে অন্তত ৩% বাড়ানো হবে মহার্ঘ ভাতা বা DA, এমনটাই দাবি একাধিক রিপোর্টার। এখন বাস্তবে কি হয় সেটাই দেখার।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X