Khorkuto actress Trina Saha might come back with new serial Soon

গুনগুন ফ্যানদের জন্য সুখবর! ছোটপর্দায় ফিরছেন তৃণা সাহা, কবে কোন চ্যানেলে ফিরছেন অভিনেত্রী?

পুজোর মাঝেই বেজায় খুশির খবর অভিনেত্রী তৃনা সাহার (Trina Saha) ভক্তদের জন্য। ‘খড়কুটো’ শেষ হওয়ার পর থেকেই ‘সৌগুন’ জুটিকে আরেকবার পর্দায় ফিরে পেতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। ধারাবাহিকটি শেষ হলেও এই জুটির জনপ্রিয়তা আজও একই রয়ে গেছে। ‘খড়কুটো’র পর ‘বালিঝড়’ নিয়ে এই জুটি পর্দায় ফিরলেও সেই আগের জনপ্রিয়তা বজায় রাখতে পারেনি। তাই অল্প কিছুদিনেই সেটা শেষ হয়ে গিয়েছিল।

পর্দায় ফিরছেন ‘গুনগুন’ অভিনেত্রী তৃণা সাহা

তবে ‘বালিঝড়ে’র পর ‘লাভ বিয়ে আজকাল’ ধারাবাহিকে একটু অন্যভাবে দেখা গিয়েছিল তৃনাকে। এই ধারাবাহিকে ওম সাহানির বিপরীতে দেখা গিয়েছিল তাকে। তবে সেই মেগাও শেষ হয়েছে বহুদিন আগেই। দর্শকদের চমকে দিয়ে এবার ফেরার খবর প্রকাশ্যে এল অভিনেত্রীর। শোনা যাচ্ছে, ম্যাজিক মোমেন্টের হাত ধরেই আবার স্টার জলসায় ফিরবেন তৃণা। যদিও এই ধারাবাহিকে তৃণা-কৌশিক অর্থাৎ গুনগুন-সৌজন্যকেই দেখা যাবে কিনা তা এখনও অজানা।

আসন্ন এই ধারাবাহিক নিয়ে এখনও অবধি বিশেষ কোনো খবর প্রকাশ্যে আসেনি। তবে অভিনেত্রী যে নতুন ধারাবাহিকের হাত ধরে আবার একবার ছোট পর্দায় ফিরছেন সে খবর এখনও অবধি সত্য বলেই মনে করা যাচ্ছে। এবার দেখার অভিনেত্রী জুটি বাঁধবেন কোন অভিনেতার সাথে? ‘সৌগুন’ জুটিই কি নতুন রূপে ধরা দেবে অনুরাগীদের কাছে?

খবরটা পাওয়ার পর থেকেই দর্শকদের মনে হাজারো প্রশ্ন। তবে তারই মধ্যে বেশ উৎসাহিত সকলেই। শেষবার ‘লাভ বিয়ে আজকাল’এ শ্রাবনের চরিত্রেও তেমন দর্শকদের মন জয় করতে পারেননি তৃণা। উল্লেখ্য, এই মুহূর্তে অভিনেত্রী তৃনাকে স্টার জলসায় একটি শোয়ের সঞ্চালনায় দেখা যাচ্ছে। তাই কবে কখন নতুন মেগার ঘোষণা ও প্রোমো আসবে তাই নিয়ে আপাতত অপেক্ষায় থাকতে হবে দর্শকদের।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X