পার্থ মান্নাঃ নবমীর রাতেই ফের ট্রেন দুর্ঘটনা। চেন্নাইয়ের কাছেই মহীশূর – দ্বারভাঙা বাগমতী এক্সপ্রেসের সাথে মালগাড়ির ধাক্কা। একাধিক কামরা বেলাইন, এমনকি আগুন ধরে যায় একটি কামরাতে। ভয়ানক এই দুর্ঘটনা ফের উস্কে দিল করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি। ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছে উদ্ধারকারী দল চলছে উদ্ধারকার্য।
প্রাথমিকভাবে যেমনটা জানা যাচ্ছে, সিগনালের সমস্যার কারণেই দুর্ঘটনা ঘটেছে। চেন্নাইয়ের কাছে কাভারাইপেট্টাই স্টেশনের কাছেই এই দুর্ঘটনা ঘটেছে । মনে করা হচ্ছে লুপ লাইনে দাঁড়িয়ে টাকা মালগাড়ির পিছনে গিয়ে ধাক্কা দিয়েছে বাগমতী এক্সপ্রেস। যার ফলে তৎক্ষণাৎ ৪ টি বগি বেলাইন হয়ে গিয়েছে। ঘটনায় একাধিক মানুষের আহত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে।
চেন্নাই সেন্ট্রালের থেকে ৪১ কিমি দূরে এই দুর্ঘটনা ঘটেছে। যার ফলে দিল্লিগামী একাধিক ট্রেন চলাচল ব্যবহত হয়েছে। এছাড়াও চেন্নাই – গুদুর ডিভিশনের ট্রেন চলাচলেও ব্যাঘাত ঘটেছে।
VIDEO | Mysuru-Darbhanga Express met with an accident near Kavarapettai Railway Station in the Chennai Division, causing derailment of at least two coaches. More details awaited.
(Source: Third Party) pic.twitter.com/ukS2r9WicS
— Press Trust of India (@PTI_News) October 11, 2024
সূত্রমতে, ৭টা ৫০ মিনিট নাগাদ বাগমতী এক্সপ্রেস পেরাম্বুর স্টেশন থেকে বেরিয়ে ১০৯ কিমি/ঘন্টা স্পীডে ৮টা নাগাদ কাভারাইপেট্টি স্টেশন পৌঁছয়। এরপর গুদুরের দিকে সিগন্যাল ছাড়া হলে গতি কিছুটা কমলেও প্রায় ৯০ কিমি/ঘন্টা বেগে লুপ লাইনে থাকা মালগাড়ির পিছনে ধাক্কা মারে এক্সপ্রেস ট্রেনটি।
ধাক্কা মারার সাথে সাথেই ৪টি এসি কোচ উল্টে যায় ও আরও ২ টি স্লিপার কোচ উল্টে যায়। একইসাথে পাওয়ার বগি ও মোটরভ্যানে আগুন লেগে যায়। দুর্ঘটনার আঁচ পেতেই উদ্ধারের জন্য ছুটে আসেন স্থানীয়রা। ইতিমধ্যেই NDRFকে ডেকে পাঠানো হয়েছে। তবে কতজন আহত হয়েছেন তার পরিসংখ্যান এই মুহূর্তে স্পষ্ট নয়।
ঠিক কি কারণে এমন ভুল হল সেটা এখনও জানা যায়নি। চালকের ভুল নাকি সিগন্যাল ব্যবস্থায় ত্রুটি থাকার জন্য এই দুর্ঘটনা তার তদন্ত শুরু করা হবে উদ্ধারকার্য শেষ হলেই। রেলের তরফ থেকে দুর্ঘটনার পর দুটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। সেগুলি হল – 04425354151 ও 04424354995। যদি কারোর আত্মীয় বা পরিজন থেকে থাকেন তাহলে এই নাম্বারগুলিতে ফোন করে খোঁজ নিতে পারেন।