পার্থ মান্নাঃ পুজোয় বৃষ্টির পূর্বাভাস থাকলেও খুব বেশি অসুবিধার কারণ হয়নি। পঞ্চমী থেকেই চুটিয়ে ঠাকুর দেখতে ব্যস্ত ছিল বাঙালি। তবে এবার দশমীতে কি হবে? Indian Meteorological Department বা IMD এর মতে নতুন করে দুর্যোগের সৃষ্টি হচ্ছে। যার জেরে আগামী ২-৩ দিনের মধ্যে আবহাওয়া ফের বদলাতে পারে। যদিও লক্ষীপূজোর আগে সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। চলুন দেখে নেওয়া যাক আজ কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া।
আজকের আবহাওয়া
আজ দশমীর সকালে কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬০% থেকে ৮২% পর্যন্ত হতে পারে। যার জেরে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। বিশেষ করে বেলা বাড়লে দুপুরের দিকে প্যাচপ্যাচে ঘামের জেরে নাজেহাল হতে হবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান ও নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। যার জেরে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। আপাতত আগামী এক থেকে দুই দিন আবহাওয়া এমনই থাকবে বলে আশা করা হচ্ছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ থেকে আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বজ্রপাত সহ হালকা থেকেই মাঝারি বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বাকি জেলায় আর আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি। তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়া একইরকম থাকবে বলে পূর্বাভাস মিলেছে।
আগামীকালের আবহাওয়া
নতুন করে ঘূর্ণাবর্ত তৈরী হলে আবহাওয়া এখনের থেকেই আরেকটু বেশি খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত যে পূর্বাভাস মিলেছে তাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। অর্থাৎ রবিবারেও দক্ষিণের কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা, নদীয়া, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে উত্তরবঙ্গেও দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বলেই জানা যাচ্ছে।