পার্থ মান্নাঃ চলছে পুজোর মরশুম পঞ্জিকা অনুযায়ী আজ দশমী। তবে দুর্গাপুজো শেষ হলেও সামনেই দীপাবলি তাই সোনার বিক্রি কমবেশি হচ্ছেই। আর যারা সোনা কেনার কথা ভাবছেন তারা নজর রাখছেন সোনার দামের দিকে। কখনো একটু কমছে তো কখনো লাফ দিয়ে বাড়ছে দাম। তাই আজ যদি আপনি সোনা কিনবেন ভাবেন তাহলে আগে থেকেই দাম জেনে রাখাটা ভালো। চলুন দেখে নেওয়া যাক আজ কলকাতায় সোনা ও রুপার রেট কত চলছে।
আজ কলকাতায় সোনার দাম
আজকে আপনি যদি ২২ ক্যারেট সোনা কিনতে চান তাহলে ১ গ্রামের জন্য দাম পড়বে ৭১২০ টাকা। অর্থাৎ ১০ গ্রাম বা ১ ভরীর জন্য দাম পড়বে ৭১ হাজার ২০০ টাকা ও একশো গ্রামের জন্য দাম হবে ৭ লক্ষ ১২ হাজার টাকা। গতকালের তুলনায় আজ দশ গ্রামে আড়াইশো টাকা বেড়েছে সোনার দাম।
অবশ্য যদি আরও খাঁটি বা ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে খরচ আরও খানিক বাড়বে। এক্ষেত্রে এক গ্রামের জন্য আপনাকে ৭৭৬৭ টাকা খরচ করতে হবে। যার অর্থ এক ভরী বা ১০ গ্রামের জন্য ৭৭ হাজার ৬৭০ টাকা লাগবে। আর একশো গ্রামের জন্য ৭ লক্ষ ৭৬ হাজার ৭০০ টাকা খরচ লাগবে। একত্রে ২৪ ঘন্টায় ২৭০ টাকা বেড়েছে ১ ভরী সোনার দাম।
তবে আপনি যদি কম দামে সোনা কিনতে চান তাহলে ১৮ ক্যারেট সোনা কিনতে পারেন। আজ ১ গ্রাম আঠেরো ক্যারেট সোনা ৫৮২৬ টাকা দাম পড়বে। অর্থাৎ ১০ গ্রাম বা এক ভরী সোনা কিনতে চাইলে ৫৮২৬০ টাকা খরচ করতে হবে। আর একশো গ্রাম সোনার জন্য ৫ লক্ষ ৮২ হাজার ৬০০ টাকা খরচ হবে। আঠেরো ক্যারেট সোনার দামও আজ কিছুটা বেড়েছে। গতকালের তুলনায় প্রতি দশ গ্রামে ২১০ টাকা বেড়েছে সোনার দাম।
আজ কলকাতায় রুপার দাম
সোনার দাম ঊর্ধ্বমুখী হওয়ায় অনেকেই কম খড়হাসে গহনা তৈরী করতে রুপা ব্যবহার করতেছেন। তাই আপনিও যদি আজকে রুপা কিনতে চান তাহলে আপনাকে ১০ গ্রামের জন্য ৯৭০ টাকা খরচ করতে হবে। অর্থাৎ রুপা আজ ৯৭০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গতকালের তুলনায় আজ রুপার দামেও ১০০০ টাকার বৃদ্ধি দেখা গিয়েছে।