পার্থ মান্নাঃ দেশ তথা রাজ্যের দরিদ্র মানুষকে সারামাসের খাবারে জোগাড় দেওয়ার স্বার্থে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে রেশন প্রদান করা হয়। প্রতিমাসে কার্ডের ভিত্তিতে চাল ও গম পেয়ে যায় রেশন কার্ড হোল্ডারেরা। তবে এবার এই রেশন পদ্ধতিতে বড় বদল আসতে চলেছে। যান যাচ্ছে নতুন ‘গ্রিন রেশন কার্ড’ আসতে চলেছে। যার ফলে মাসে একবার নয় দুবার রেশন সামগ্রী পাওয়া যাবে।
শীঘ্রই চালু হচ্ছে নতুন গ্রিন রেশন কার্ড
যেমনটা জানা যাচ্ছে নতুন গ্রিন কার্ড চালু হলে মাসে দু বার রেশন পেতে পারবেন উপভোক্তারা। তবে খুশি হওয়ার আগে জেনে রাখুন। এই কার্ড পশ্চিমবঙ্গ নয় বরং পড়শী রাজ্য ঝাড়খণ্ডে চালু হবে। গতমাসে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে এমাসে অতিরিক্ত রেশন পেয়েছেন বাংলার রেশন কার্ড হোল্ডাররা। তবে এবার ঝাড়খড় সরকার মাসে দুবার রেশন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। যেটা সত্যিই অবাক করে দিয়েছে সকলকে।
প্রতি মাসে মিলবে দুবার রেশন সামগ্রী
এর আগেই মাসে এক টাকা কেজি হিসাবে চাল ডাল থেকে শুরু করে খাদ্যশস্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।। ঝাড়খন্ড সরকারের এই পদক্ষেপ গরিব মানুষদের সুবিধা প্রদান করতে দেশ প্রশংসিত হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন গরিব মানুষদের অন্যসংস্থানের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। যার ফলে ঝাড়খণ্ডের 17 লক্ষ রেচন উপভোক্তারা উপকৃত হবেন।
এখানেই শেষ নয়, জানা যাচ্ছে আবারো নতুন করে গ্রীন রেশন কার্ড প্রদান করার কাজ চালু করা হবে। যাতে করে আরও প্রায় পাঁচ লক্ষ মানুষকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। এর ফলে মোট ২৫ লক্ষ রেশন কার্ড হোল্ডার হবে বলে আশা করা হচ্ছে। একই সাথে যারা গত বছর অর্থাৎ ডিসেম্বর ২০২৩ থেকে এ বছরে ফেব্রুয়ারি মাস পর্যন্ত রেশন পাননি তাদের অতিরিক্ত রেশন দেওয়া হবে। এ মাস অর্থাৎ অক্টোবর এর পাশাপাশি আসন্ন নভেম্বর ও ডিসেম্বর মাসেই এই অতিরিক্ত রাসন দেওয়া হবে বলে জানা যাচ্ছে।