পার্থ মান্নাঃ মহিলাদের ক্ষমতায়নের জন্য রাজ্য তথা কেন্দ্রের তরফ থেকে একাধিক সরকারি প্রকল্প লঞ্চ করা হয়েছে। এমনই একটি রাজ্য সরকারের স্কিম হল সুভদ্রা যোজনা। যার দৌলতে মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি ১০,০০০ টাকা দেওয়া হয়। ইতিমধ্যেই এই যোজনার প্রথম কিস্তির টাকা ছেড়ে দেওয়া হয়েছে।
সুভদ্রা যোজনা
গতমাসের ১৭ তারিখ মহিলাদের জন্য সুভদ্রা যোজনার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পে মহিলাদের বছরে দুটি কিস্তিতে ৫০০০ টাকা করে মোট ১০,০০০ টাকা দেওয়া হবে। আগামী ৫ বছরের মোট ৫০,০০০ টাকা দেওয়া হবে প্রতিটি যোগ্য মহিলাকে। জানা যায় প্রথম দফাতেই ২৫ লক্ষ মহিলাকে টাকা দেওয়া হয়েছিল, আর এখন সেটা বেড়ে হয়েছে ৬০ লক্ষ।
করা পাবে সুভদ্রা যোজনায় ১০,০০০ টাকা?
ওড়িশাতে বিধানসভা নির্বাচনের আগেই বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল মহিলাদের বছরে দুবার ৫০০০ টাকা করে মোট দশ হাজার টাকা দেওয়া হবে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির মতে, ইতিমধ্যেই প্রায় ১ কোটি ২০ মহিলারা এই যোজনায় রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এর মধ্যে যারা যোগ্য তারা টাকা পেয়ে যাবেন।
সুভদ্রা যোজনায় আবেদনের যোগ্যতা
১। আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে ও ওড়িশার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২। আবেদনকারী মহিলার পারিবারিক যায় বছরে ২,০০,০০০ টাকার নিচে হতে হবে।
৩। আবেদনকারীর বয়স নুনয়ত ২৩ বছর ও রসবোর্চ্চ ৫৯ বছর হতে হবে।
৪। পরিবারের কোনো একজনের যদি সরকারি চাকরি থাকে তাহলে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে না।
৫। আবেদনের সময় সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে। এক্ষেত্রে কোনো ধরণের ত্রুটি হলে আবেদন বাতিল করে দেওয়া হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১। আধার কার্ড
২। প্যান কার্ড
৩। ভোটার আইডি
৪। রেশন কার্ড
৫। পারিবারিক আয়ের শংসাপত্র
৬। ব্যাঙ্কের পাশবুক
৭। চালু মোবাইল নাম্বার
সুভদ্রা যোজনার স্ট্যাটাস চেক কিভাবে করবেন?
আপনি যদি এই যোজনাযাবেদন করে থাকেন তাহলে আপনার আবেদন গ্রহণ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে সেটা অনলাইনেই জেনে নিতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে সুভদ্রা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট (নিচে লিংক দেওয়া আছে) ভিসিট করতে হবে।
এরপর সেখানে “Beneficiary List” অপশন সিলেক্ট করে নিজের জেলা, তেহসিল, গরম পঞ্চায়েত ও ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে নিতে হবে।
সব ঠিকঠাক দিলেই উপভোক্তাদের লিস্ট সামনে চলে আসবে। এখানে যদি আপনার নাম থাকে তাহলে জানবেন আপনি টাকা পেয়ে যাবেন।