পার্থ মান্নাঃ কর্মসূত্রে হোক বা ভ্রমণের জন্য দূরপাল্লার যাত্রার জন্য ভারতীয় রেল সাধারণত মধ্যবিত্ত মানুষের প্রথম পছন্দ। তবে অনেক সময়েই ব্যস্ত রুটগুলিতে টিকিট পাওয়া একটু চাপের হয়ে যায়। বিশেষ করে ট্রেনে চাপার মজা ডবল হয়ে যায় যদি জানলার ধারে সিট পাওয়া যায়। কিন্তু চাইলেই যে জানলার ধারে বুঝতে পারবেন তা কিন্তু মোটেই গ্যারান্টি থাকে না। তবে আপনি যদি আপনার উইন্ডোজ সিট পাওয়ার চান্স বাড়াতে চান তাহলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
কিভাবে পাবেন জানলার ধরে সিট?
কয়েক বছর আগেও ট্রেনের ওয়েটিং লিস্ট বা খালি বার্থ এর তালিকা রিয়েল টাইম আপডেট পাওয়া যেত না। তবে প্রযুক্তির উন্নতির হওয়ার দৌলতে এখন সেটা সম্ভব। কোন ট্রেনে কটি সিট খালি আছে এবং সেই সিটগুলো আপার বার্থ না লোয়ার বার্থ নাকি জানলার সিট সমস্ত তথ্যই পাওয়া যায়। তাই যদি সঠিক ভাবে বুকিং করেন, সেক্ষেত্রে নিশ্চিতভাবে উইন্ডো সিট পেয়ে যেতে পারেন আপনি।
তাছাড়া জানা যাচ্ছে খুব শীঘ্রই আইআরসিটিসি এর তরফ থেকে ‘সিট চয়েস সিস্টেম’ চালু করা হতে পারে। সেক্ষেত্রে পছন্দের সিটে বসতে পেরে ভ্রমণের মজা দ্বিগুণ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া সিট সংক্রান্ত সমস্যাও এর ফলে কমে যাবে বলে মনে করা হচ্ছে।
নতুন সিট বুকিং ফিচার আনতে চলেছে IRCTC
সাধারণত দূরপাল্লার ট্রেনের প্রতিটি কোচে ১১০ টি করে সিট থাকে। যার মধ্যে লোয়ার বার্থ, সেকেন্ড মিডিল বার্থ, থার্ড আপার বার্থ, ফোর্থ লোয়ার বার্থ ও ফিফ্থ সাইড আপার বার্থ ইত্যাদি সিট থাকে। তবে জানলার ধারে সিট পাওয়ার জন্য সর্বদাই সবথেকে বেশি আগ্রহ থাকে।
যেমনটা জানা যাচ্ছে আইআরসিটিসি নতুন ফিচার চালু করলে টিকিট বুকিং এর সময়ই সিট প্রেফারেন্স অপশন থাকবে। সেখান থেকেই নিজের পছন্দ অনুযায়ী সিট বুক করে ফেলতে পারবেন আপনি। এই সুবিধা চালু হলেও নিঃসন্দেহে অনেকেই খুশি হবে। তবে এই ফিচার্সের জন্য আলাদা করে কোনো চার্জ নেওয়া হবে কি না সেটা এখনই জানা যায়নি। আগামী দিনে ফিচার্স রিলিজ হলেই সবটা খোলসা হবে।