পার্থ মান্নাঃ দুর্গাপুজোর সময় থেকেই বৃষ্টির পরিমাণ কমতে শুরু করেছিল। আর এখন কমবেশি ঝলমলে আকাশ রাজ্যের সর্বত্রই। তবে মুশকিল হল দক্ষিণ বঙ্গোপসাগরে ফের নয়া ঘূর্ণাবর্ত তৈরী হয়েছে। যার জেরে নতুন করে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে উপকূলীয় এলাকাগুলিতে। কোন কোন জেলায় বৃষ্টি হবে? চলুন দেখে নেওয়া যাক কি বলছে মৌসম ভবন বা IMD এর রিপোর্ট।
আজকের আবহাওয়া
আজ সকাল থেকেই আকাশ বেশ পরিষ্কার। কলকাতার আকাশ পরিষ্কারই থাকবে। তবে বৃষ্টি নাহবার জেরে তাপমাত্রা কিছুটা বাড়বে। যদিও বিকেলের দিকে হালকা মেঘলা ওয়েদার হওয়ার সম্ভাবনা আছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আদ্রতাজনিত অস্বস্তি হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে দক্ষিণের বেশ কয়েকটি জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বাকি আর কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরে দার্জিলিং ও কালিম্পঙ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ হালকা থেকে মাহারি বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে বাকি জেলায় সেভাবে বৃষ্টি নেই, বরং শুষ্ক আবহাওয়া থাকবে বলে মনে করা হচ্ছে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বুধবার লক্ষীপুজো হবে বাংলার ঘরে ঘরে। তবে পুজোর দিনেও একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম থেকে নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। একইভাবে উত্তরেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ থেকে আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।