7th Pay Commision DA Hike by State Government

সরকারি কর্মীদের পোয়া বারো! কাজ করলে বেতন তো বটেই মিলবে বোনাস, জারি নির্দেশিকা

পার্থ মান্নাঃ পুজোর মাঝেই ফের সুখবর সরকারি কর্মীদের জন্য। কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য নতুন করে মেমো জারি হয়েছে ডিপার্টমেন্ট ও এক্সপেন্ডিচারের তরফ থেকে। যেখানে বলা হয়েছে কর্মীদের বোনাসের কথা। না না, পুজোর বোনাস নয়! এটা হল পারফর্মেন্স লিঙ্ক বোনাস ও অ্যাডহক বোনাস। যার জেরে ব্যাপক খুশি সকলেই।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বোনাসের ঘোষণা!

যে মেমোটি জারি করা হয়েছে তাতে কেন্দ্রীয় সরকারের সমস্ত গ্রূপ সি ও গ্রুপ বি এর নন-গ্যাজেট কর্মীদের বোনাস দেওয়ার কথা জানানো হয়েছে। যদিও এই কর্মীরা আগে প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাসের আওতায় পড়তেন না। তবে এবার থেকে সেটাও দেওয়া হবে বলে জানা যাচ্ছে। যার ফলে স্বভাবীভাবেই খুশির হাসি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মুখে।

কত টাকা মিলবে বোনাস?

এখন প্রশ্ন হল বোনাস তো মিলবে কিন্তু কত টাকা? উত্তরে জানা যাচ্ছে নন-গেজেট কর্মীরা তাদের ৩০ দিনের মাইনের সমান টাকা বোনাস হিসাবে পাবেন। একইসাথে আরও জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের গ্রুপ সি ও গ্রুপ বি এর পাশাপাশি আধাসামরিক বাহিনী, সশস্ত্রবাহিনী ও কেন্দ্রশাসিত অঞ্চলের কর্মীরাও এই স্পেশাল বোনাস পাওয়ার যোগ্য।

বোনাস পাওয়ার শর্ত

তবে বোনাস পেতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে। যেমনটা জানা যাচ্ছে ২০২৩-২৪ অর্থবর্ষে যে সমস্ত কর্মীরা নূন্যতম ৬ মাসের জন্য কাজ করেছেন তারাই এই বোনাস পাওয়ার যোগ্য। এক্ষেত্রে যাঁরা গতবছর অক্টোবর মাসের পর কাজ পেয়েছেন তারা কোনো বোনাস পাবেন না। তবে যদি অক্টোবর মাসের আগে কাজে যোগ দিয়ে থাকেন তাহলে বোনাস মিলবে।

বিগত ১০ই অক্টোবর জারি করা এই নির্দেশিকায় আরও বলা হয়েছে ক্যাজুয়াল কর্মীরাও এই বোনাসের যোগ্য। তবে সেক্ষেত্রে যারা নূন্যতম তিনবছর ধরে বছরে ২৪০ দিন (যদি সপ্তাহে ৬ দিন অফিস হয়) বা ২০৬ দিন (যদি সপ্তাহে ৫ দিন অফিস হয়) কাজে এসে হ্যাকেন তারাই এই বোনাস পাবেন। মূলত দিওয়ালি উপলক্ষেই এই বোনাস দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X