How to Apply for PM Internship Scheme

ফ্রীতে চাকরির ট্রেনিং, সাথে প্রতিমাসে মিলবে ৫০০০ টাকা! বেকারত্ব ঘোঁচাতে জব্বর প্রকল্প সরকারের

পার্থ মান্নাঃ দেশের গরীব ও মধ্যবিত্ত মানুষদের জন্য আর্থিক ও সামাজিক একাধিক প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। বিশেষ করে বর্তমান সময়ে যেখানে চাকরির আকাল সেখানে বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিয়ে চাকরি প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুধু তাই নয় এই প্রশিক্ষণ নেওয়ার সময় প্রতিমাসে ৫০০০ টাকা করে স্টাইপেন্ডও দেওয়া হবে। কিভাবে আবেদন করবেন এই প্রকল্পে? জানতে হলে আজকে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

বেকার যুবক-যুবতীদের জন্য কেন্দ্রীয় সরকারের দুর্দান্ত প্রকল্প

২০২৪ এর লোকসভা ভোটে জেতার পর বাজেট ঘোষণার সময়েই যুব সম্প্রদায়ের জন্য পিএম ইন্টার্নশিপ স্কিম (PM Internship Scheme) এর কথা ঘোষণা করা হয়। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান এই প্রকল্পের দৌলতে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের এক কোটি যুবক যুবতীকে চাকরির প্রশিক্ষণ দেওয়া হবে। যার ফলে তারা নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবেন। শুধু তাই নয় এর সাথে ইন্টার্নশিপ চলাকালীন পাঁচ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে।

যে সমস্ত যুবক-যুবতীরা আবেদন করবেন তাদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে ইন্টার্নশিপের জন্য। ইন্টার্নশিপ চালু হলে সরকারের তরফ থেকে ৪৫০০ টাকা ও ইন্টার্নশিপ দেওয়া সংস্থার তরফ থেকে ৫০০ টাকা মিলিয়ে মোট ৫০০০ টাকা করে ভাতা পাবে প্রার্থীরা। তাহলে কিভাবে করবেন এই প্রকল্পের জন্য আবেদন? চলুন দেখে নেওয়া যাক।

কিভাবে আবেদন করবেন পিএম ইন্টার্নশিপ প্রকল্পে?

আপনি যদি পিএম ইন্টার্নশিপ স্কিমে আবেদন করতে চান তাহলে আপনার বয়স হতে হবে ২১ থেকে ২৪ এর মধ্যে। এছাড়াও আপনার কিছু যোগ্যতা লাগবে। যেমন আপনাকে আইআইটি বা আইআই এম এর মত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করে থাকতে হবে। তবেই আপনি আবেদনের যোগ্য হবেন। তাছাড়া আবেদন করার সময় আপনি কোন সংস্থায় কর্মরত থাকতে পারবেন না।

আবেদন করার জন্য প্রথমেই পিএম ইনটার্নশিপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখান থেকেই ইন্টার্নশিপের জন্য রেজিস্ট্রেশন করে আবেদন ফরম পূরণ করে নিতে হবে। আবেদন ফরম পূরণ করার পর সেটা সাবমিট করে দিলেই আপনার কাজ শেষ। এরপর আপনি যদি সিলেক্টেড হন তাহলে আপনার যোগ্যতা অনুযায়ী কাজের খোঁজ জানিয়ে দেওয়া হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

১। আধার কার্ড
২। প্যান কার্ড
৩। স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র
৪। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
৫। ইমেল আইডি
৬। মোবাইল নাম্বার

জানিয়ে রাখা ভালো বিগত ১২ই অক্টোবর থেকে পিএম ইন্টার্নশিপ প্রকল্পে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। যেটা আগামী ২৫ শে অক্টোবর পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে যারা আবেদন করবে তাদের আগামী 27 অক্টোবর থেকে শুরু করে ৭ই নভেম্বরের মধ্যে আপডেট জানানো হবে।

পিএম ইন্টার্নশিপের অফিসিয়াল ওয়েবসাইট : Official Website

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X