পার্থ মান্নাঃ দুর্গাপুজো শেষে গতকাল রাত্রি থেকে আজ চলছে কোজাগরী লক্ষীপূজোর তিথি। আজকের শুভদিনে অনেকেই সোনা কিনতে ভালোবাসেন। ইটা একদিকে যেমন মূল্যবান তেমনি শুভ ও সমৃদ্ধির প্রতীক। তবে আজ সকাল হতেই ফের কিছুটা বেড়েছে সোনার দাম। গতমাসের তুলনায় এমাসে অনেকটাই বেশি দামে বিকোচ্ছে স্বর্ণালী ধাতুটি। তাই আজকে সোনা কিনতে গেলে কত টাকা খসবে? চলুন দেখে নেওয়া যাক কলকাতায় সোনা ও রুপার দাম চলছে কত।
আজ কলকাতায় সোনার দাম
আজকে যদি আপনি কলকাতায় ২২ ক্যারেট সোনা কিনতে চান তাহলে আপনাকে ১ গ্রামের জন্য ৭১৬০ টাকা খরচ করতে হবে। অর্থাৎ ১০ গ্রামের জন্য ৭১ হাজার ৬০০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৭ লক্ষ ১৬ হাজার টাকা খরচ করতে হবে। বিগত ২৪ ঘন্টায় কিছুটা বৃদ্ধি পেয়েছে সোনার দাম। ১০ গ্রামে ২০০ টাকা ও ১০০ গ্রামে ২০০০ টাকা বেড়েছে ২২ ক্যারেট সোনার দাম।
আর যদি একেবারে খাঁটি বা ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে খরচ আরেকটু বাড়বে। ১ গ্রাম ক্যারেট সোনার জন্য ৭৮১১ টাকা লাগবে। সেই হিসাবে ১০ গ্রামের জন্য ৭৮ হাজার ১১০ টাকা ও একশো গ্রামের জন্য ৭ লক্ষ ৮১ হাজার ১০০ টাকা খরচ হবে এক্ষেত্রেও সোনার দাম দশ গ্রামের জন্য ২২০ টাকা ও ১০০ গ্রামের জন্য ২২০০ টাকা বেড়ে গিয়েছে।
তবে যদি কম টাকায় সোনা কিনতে চান তাহলে ১৮ ক্যারেট সোনা কিনতে হবে। ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৫৮৫৮ টাকা। সেই হিসাবে এক ভরী বা ১০ গ্রাম সোনার জন্য ৫৮ হাজার ৫৮০ টাকা ও একশো গ্রামের জন্য ৫ লক্ষ ৮৫ হাজার ৮০০ টাকা লাগবে। এক্ষেত্রেও সোনার দাম দশ গ্রামের জন্য ১৬০ টাকা ও একশো গ্রামের জন্য ১৬০০ টাকা বাড়ানো হয়েছে।
আজ কলকাতায় রুপার দাম
বিগত ১ মাসে সোনার দাম রকেটের গতিতে উর্ধমুখী হয়েছে। তাই অনেকেই গহনার জন্য রুপাকেও বেছে নিচ্ছেন। আপনি যদি আজ রুপা কিনতে চান তাহলে আপনাকে ৯৭,০০০ টাকা কেজি হিসাবে রুপা কিনতে হবে। অর্থাৎ ১০ গ্রামের দাম পড়বে ৯৭০ টাকা ও ১০০ গ্রামের দাম পড়বে ৯৭০০ টাকা।