Nikita Porwal from Ujjain Madhyapradesh Won the Femina Miss India 2024 beauty contest

সৌন্দর্য্য ও বুদ্ধির পারফেক্ট কম্বিনেশন! মিস ইন্ডিয়া খেতাব জিতলেন নিকিতা পোরওয়াল

পার্থ মান্নাঃ দেশের যে কয়েটি বিউটি কনটেস্ট আয়োজিত হয় তার মধ্যে অন্যতম একটি হল ফেমিনা মিস ইন্ডিয়া (Femina Miss India)। সম্প্রতি মুম্বাইতে আয়োজিত হয়েছিল মিস ইন্ডিয়া ২০২৪ এর প্রতিযোগিতা। সেখানে এবছর সবাইকে টেক্কা দিয়ে মিস ইন্ডিয়া খেতাব জিতলেন নিকিতা পোরওয়াল। মধ্যপ্রদেশের উজ্জয়নের মেয়ে নিকিতার এই সাফল্যের খবর ইতিমধ্যেই গোটা ভারত তথা বিশ্বে ছড়িয়ে পড়েছে।

পেশায় একজন অভিনেত্রী ও লেখিকা নিকিতা। মাত্র ১৮ বছর বয়সেই টিভি সঞ্চালক হিসাবে কেরিয়ার শুরু করেন নিকিতা। পরবর্তীকালে ৬০টিরও বেশি নাটকে অভিনয় থেকে ২৫০ পাতার একটি নাটক ‘কৃষ্ণলীলা’ লিখেছেন তিনি। এছাড়াও নিকিতা অভিনীত ছবি “চম্বল পার (Chambal Paar)” ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালেও জায়গা পেয়েছিল। ছবিটি শীঘ্রই ভারতেও লঞ্চ করা হবে।

জানা যাচ্ছে, প্রাক্তন মিস ওয়ার্ল্ড তথা বলি অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের ফ্যান নিকিতা।তাঁর সৌন্দর্য ও বুদ্ধিমত্তার জন্য প্রশংসাও করেছেন। এক সাক্ষাৎকারে নিকিতা জানান, ঐশ্বর্য রাই হলেন সৌন্দর্য ও বুদ্ধিমত্তার নিখুঁত মিশ্রণ। তিনি তাঁর ভারতীয় ঐতিহ্যকে গর্বের সঙ্গে উদযাপন করেন, একইসাথে আধুনিকতাকেও সহজভাবে গ্রহণ করেন। এটাই তাকে একজন অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব হিসাবে তুলে ধরে।

বলিউডের চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা ভনসালির সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে নিকিতার। তবে জীবনে সবচেয়ে বেশি প্রভাবশালী হিসাবে কাকে দেখেন জিজ্ঞাসা করতেই উত্তরে জানা যায় নিজেকেই জীবনের প্রভাবশালী বলে মনে করেন। তাঁর মতে, ‘আমি যদি পিছন ফিরে তাকাই তাহলে দেখতে পাই কতটা এগিয়ে এসেছি। একইসাথে উপলব্ধি করতে পারি যে আমার ভবিষ্যৎ তৈরির ক্ষমতা আছে। আমাকে আরও বেটার হতে হবে, এটাই আমায় অনুপ্রেরণা যোগায়’।

তাছাড়া নিকিতার মতে, ‘জীবন এমন হওয়া উচিত যেটার গুরুত্ব রয়েছে, একটা ক্ষতি যেটা বোঝা যাবে’। সুন্দর ও মেধাবী হওয়ার পাশাপাশি মিস ইন্ডিয়া একজন পশু ও প্রকৃতিপ্রেমী। তাঁর মতে মানুষের জ্ঞান ও উন্নয়নশীল ক্ষমতা শুধুমাত্র নিজেদের স্বার্থে নয় বরং সেই সমস্ত প্রাণীদের জন্যও যারা আমাদের উপর নির্ভর করে। তাই আমাদের উচিত সমস্ত প্রাণীদের রক্ষা করা। কারণ আমাদের কাজগুলো ওদের জীবনে গুরুতর প্রভাব ফেলে। তবেই একসাথে পৃথিবীর বৈচিত্রের সামঞ্জস্য রক্ষা করা যাবে।’

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X