পার্থ মান্নাঃ উৎসবের মরশুমের রেশ এখনও কাটেনি, সবে মাত্র গেল লক্ষীপুজো। তবে বিনিয়োগকারীদের মন খুশি করে হু হু করে বেড়েই চলেছে স্বর্ণালী ধাতুর দাম। হ্যাঁ ঠিকই ধরেছেন, সোনার কথাই বলছি। আজ থেকে একমাস আগেও যেখানে সবে ৭০ এর ঘরে প্রবেশ করেছিল সেখানে ৮০ ছুঁইছুঁই সোনার দাম। তাই আজ যদি সোনা কেনার কথা ভাবেন তাহলে আগে থেকেই দাম দেখে নেওয়া ভালো। চলুন দেখে নেওয়া যাক আজ কলকাতায় সোনা ও রুপার রেট কত চলছে?
আজ কলকাতায় সোনার দাম
আজকে আপনি যদি ২২ ক্যারেট সোনা কিনতে চান তাহলে প্রতি গ্রামের জন্য ৭২৪০ টাকা খরচ পড়বে। অর্থাৎ ১০ গ্রামের দাম পড়বে ৭২ হাজার ৪০০ টাকা ও ১০০ গ্রামের দাম পর্বে ৭ লক্ষ ২৪ হাজার টাকা। তবে বিগত ২৪ ঘন্টায় দশ গ্রামের জন্য ৮০০ টাকা ও ১০০ গ্রামে ৮০০০ দাম বেড়ে গিয়েছে।
অবশ্য যদি একেবারে খাঁটি সোনা চান তাহলে আরেকটু বেশ খরচ হবে। আজ কলকাতায় ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৭৮৯৮ টাকা। অর্থাৎ ১০ গ্রাম বা ১ ভরি সোনার জন্য খরচ হবে ৭৮ হাজার ৯৮০ টাকা। আর একশো গ্রাম সোনার জন্য খরচ হবে ৭ লক্ষ ৮৯ হাজার ৮০০ টাকা। এক্ষেত্রেও দাম বেড়েছে, দশ গ্রামের জন্য ৮৭০ টাকা ও একশো গ্রামের জন্য ৮৭০০ টাকা দাম বেড়েছে।
তবে সস্তায় সোনা কিনতে চাইলে আপনাকে নিতে হবে ১৮ ক্যারেট সোনা। এক্ষেত্রে ১ গ্রামের দাম পড়বে ৫৯২৪ টাকা। অর্থাৎ এক ভরী বা ১০ গ্রামের দাম হবে ৮ ৯২৪০ টাকা ও ১০০ গ্রামের জন্য দাম পড়বে ৫ লক্ষ ৯২ হাজার ৪০০ টাকা। এক্ষেত্রেও দামের পরিবর্তন হয়েছে। ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৬৬০ টাকা ও ১০০ গ্রাম সোনার দাম ৬৬০০ টাকা বেড়ে গিয়েছে বিগত ২৪ ঘন্টায়।
আজ কলকাতায় রুপার দাম
বিগত একমাসে সোনার দাম রীতিমত আকাশ ছুঁয়েছে। ৬০ এর গন্ডি পেরিয়ে সোনা এখন ৮০ ছুঁইছুঁই। এমতাবস্থায় অনেকেই সোনার বদলে রুপার গহনা কিনতে চাইছেন। তাই আপনিও যদি রুপা কিনতে চান তাহলে আজকে ৯৯০০০ টাকা কেজি ধরে রুপা কিনতে হবে। অর্থাৎ ১০ গ্রামের জন্য ৯৯০ টাকা ও ১০০ গ্রাম রুপা ৯৯০০ টাকা দাম পড়বে।