Foreign Liquor at Only 99 big announcement by Chief Minister

দীপাবলির আগেই সুখবর! মাত্র ৯৯ টাকায় কেনা যাবে বিদেশী মদ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পার্থ মান্নাঃ উৎসবের মরশুম শেষ হতে এখনও ঢের দেরি। সামনেই কালীপুজো ও দীপাবলি। আর দীপাবলির উৎসবের আগেই বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবছেন কি এমন ঘোষণা হল? তাহলে বলে রাখুন সুরা প্রেমীদের জন্য দুর্দান্ত ঘোষণা করেছেন তিনি। এবার থেকে মাত্র ৯৯ টাকায় বিলিতি মদ খাওয়া যাবে। হ্যাঁ ঠিকই দেখছেন, মাত্র ৯৯ টাকাতেই পাওয়া যাবে বিদেশী মদ। কোথায় কিভাবে পাওয়া যাবে? জানতে প্রতিবদন্তি সম্পূর্ণ পড়ুন।

দীপাবলিতে মাত্র ৯৯ টাকায় বিলেতি মদ

আসলে অক্টোবর মাস থেকেই চালু হয়েছে উৎসবের মরশুম। দুর্গাপুজো দিয়ে শুরু হয়ে লক্ষীপুজো হয়ে গিয়েছে এবার কালীপুজো, দিওয়ালির পালা। অনেকেই এমন আছেন যারা উৎসবে সুরা পান করতে পছন্দ করেন। বন্ধুদের সাথে নিয়ে হোক বা পরিচিতদের নিয়ে বসে আসর। তাদের জন্য এবার উৎসবের মাঝেই এল সুখবর। মাত্র ৯৯ টাকাতেই কেনা যাবে বিদেশী মদ।

সম্প্রতি অন্ধ্রপ্রদেশে একটি নতুন নীতি চালু করা হয়েছে। সেখানে চন্দ্রবাবু নাইডুর সরকার নতুন সূরা নীতিতে ১৮০ মিলি বিদেশী মদ মাত্র ৯৯ টাকায় বিক্রির সিধান নিয়েছে। অবশ্য এখানেই শেষ নয়, রয়েছে আরও একাধিক  সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী অনেকেই আস্ত মদের দোকান পেয়ে গিয়েছেন।

যদিও নতুন মদের দোকান পেলেও একটা বড় সমস্যা তৈরী হয়েছিল। সেটা হল দোকান পেলেও মালিকেরা মোটা অ্যাডভান্স চাইছিল ও বেশি ভাড়াও চাইছিল। যে কারণে প্রথম দিনে অল্প কয়েকটি দোকান খালি ছিল।

আবগারি নীতিতে পরিবর্তন

হিসেবে মত স্কুল ও মন্দির চত্বর থেকে মদের দোকানে একটা নির্দিষ্ট দূরত্বে থাকার নিয়ম রয়েছে। নতুন যে সমস্ত মদের দোকান চালু হচ্ছে, তাতে দোকানের ব্যবস্থা দেখার পর ডুবোচরের জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দোকান স্কুল কলেজ, মন্দির মসজিদ ও গির্জার থেকে ১০০ মিটারের বেশি দূরত্বে করতে। হবে যার ফলে দোকান খুঁজে পাওয়াটাও বেশ কঠিন হয়ে গিয়েছে।

এখানেই শেষ হয়, জাতীয় বা রাজ্য সড়কের পাশাপাশি মদের দোকান খোলাতে আপত্তি নেই ঠিকই। তবে যদি সড়কের কাছাকছি গ্রাম বা শহরের জনসংখ্যা ২০,০০০ এর কম হয় তাহলে ২২০ মিটার দূরত্ব থাকতে হবে। আর ২০ হাজারের বেশি জনসংখ্যা হলে ৫০০ মিটার দূরে দোকান করতে হবে এটাই নিয়ম।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X