Bank Holiday List for November Month by RBI

ছুটিতে ভরা নভেম্বর মাস! কত দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? দেখে নিন RBI-র ছুটির লিস্ট

পার্থ মান্নাঃ দেখতে দেখতে শেষ পুজোর মাস অক্টোবর। আর কিচুদিন পরেই নতুন মাস পরে যাবে। আই নতুন মাস মানেই কিছু নিয়ম বদল থেকে শুরু করে ব্যাঙ্কের ছুটির তালিকা জারি করা হয়। আজকাল প্রত্যেকেরই ব্যাঙ্কিং সংক্রান্ত দরকার লেগেই থাকে। তাই আগে থেকেই ব্যাঙ্ক কবে খোলা ও বন্ধ সেটা জেনে রাখা ভীষণ প্রয়োজন। তাই চলুন দেখে নেওয়া যাক দীপাবলির মাস নভেম্বরে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

নভেম্বরের ব্যাঙ্ক বন্ধের তালিকা (Bank Holidays in November)

৩১ শে অক্টোবর কালীপূজা পড়েছে তাই তারপরেই দিনও চলবে উৎসবের মরশুম। এককথায় বলতে গেলে ছুটি দিয়েই শুরু হবে নভেম্বর মাস। কোন কোন তারিখে বন্ধ ব্যাঙ্ক? নিচে রইল তারিখ গুলি :

১ লা নভেম্বর : শুক্রবার, দীপাবলি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২ রা নভেম্বর : শনিবার, এদিনেও  দীপাবলি উপলক্ষে ব্যাঙ্ক ছুটি।
৩ রা নভেম্বর : রবিবার, সাপ্তাহিক বন্ধ চড়াও এই দিনে ভাইফোঁটা পড়েছে তাই ব্যাঙ্ক ছুটি থাকবে।
৯ ই নভেম্বর : শনিবার, মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১০ ই নভেম্বর : রবিবার, সাপ্তাহিক বন্ধের দিন।
১৫ ই নভেম্বর : শুক্রবার, গুরু নানকের জন্মদিন উপলক্ষে এদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৭ ই নভেম্বর : রবিবার, সাপ্তাহিক বন্ধের দিন হিসাবে ব্যাঙ্ক ছুটি থাকবে।

২৩ শে নভেম্বর : শনিবার, মাসের চতুর্থ শনিবার হওয়ায় এই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৪ শে নভেম্বর : রবিবার, মাসের শেষ রবিবার সাপ্তাহিক ছুটি হিসাবে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

ছটে পুজোয় বন্ধ থাকবে ব্যাঙ্ক?

উপরের ছুটির তালিকায় অনেকেই হয়তো লক্ষ করেছেন ছট পুজোর কোনো ছুটির উল্লেখ নেই। এর কারণ এই দিনে গোটা দেশে ছট পুজোর জন্য আলাদা করে কোনো ছুটি দেওয়া হয়না। উত্তরপ্রদেশ, সিকিম, কর্ণাটক, গুজরাট, মহারাষ্ট্র ও রাজস্থানে ৭ ই নভেম্বর ছুটি ঘোষণা করা হয়েছে ছট পুজো উপলক্ষে। এদিকে পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড ও বিহার রাজ্যে ৮ ই নভেম্বর ছট পুজো উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ রাখা হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X