পার্থ মান্নাঃ দেখতে দেখতে শেষ হতে চলেছে অক্টোবর মাস। আর দুদিন পরেই শুরু নতুন মাস নভেম্বর। দীপাবলির উৎসব দিয়ে মাসের শুরু হলেও খেয়াল রাখতে হবে বেশ কিছু নিয়মের পরিবর্তন হয়। এবারেও তার ব্যতিক্রম হবে না। আগামী ১ লা নভেম্বর থেকেই বদলে যেতে চলেছে ৫ টি নিয়ম, যা নিত্যদিনের কাজকর্মে ব্যাপক প্রভাব ফেলতে পারে। সেগুলি কি কি? চলুন দেখে নেওয়া যাক।
LPG গ্যাস সিলিন্ডারের দাম
প্রতিমাসের শুরুতেই রান্নার LPG গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় প্রস্তুতকারী সংস্থাগুলির তরফ থেকে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পণ্যের দাম একটু বাড়লেই মধ্যবিত্তের মাসের বাজেট বিগড়ে যেতে পারে। যদিও বিগত কয়েকমাস রান্নার গ্যাসের দাম বাড়েনি। তাই ১ লা নভেম্বর কি হয় সেটাই দেখার। এছাড়া ব্যবসায়িক LPG সিলিন্ডারের দামের পরিবর্তন প্রতিমাসেই ওঠানামা করে। তাই ব্যবসায়ীদের জন্য এই দাম বেশ গুরুত্বপূর্ণ।
CNG, PNG ও AFT এর দাম
LPG গ্যাস সিলিন্ডারের দামের মতই প্রতিমাসের শুরুতে CNG, PNG থেকে এয়ার টারবাইন ফুয়েল বা ATF এর দাম নির্ধারণ করা হয়। জ্বালানির দাম কম হলে প্লেনের টিকিটের দাম সস্তা হবে, বাড়লেই টিকিটের দাম আরও বেড়ে যাবে।
মোবাইল কোম্পানির নতুন নিয়ম
১ তারিখ থেকেই টেলিকম অপারেটরদের জন্যও নতুন নিয়ম চালু হতে চলেছে। গ্রাহকদের স্প্যাম কোলের থেকে বাঁচাতে সরকার জিও সহ এয়ারটেল, ভোডাফোন সমস্ত টেলিকম কোম্পানিগুলিকেই নির্দেশ দিয়েছে স্প্যাম নাম্বার ব্লক করে দেওয়ার জন্য। যাতে স্প্যাম কল বা মেসেজ গ্রাহকদের বিরক্তির কারণ না হতে পারে।
মিউচুয়াল ফান্ডের নিয়ম
আগামী ১ লা নভেম্বর থেকে এএসএমসি (ASMC) ফান্ডে ১৫ লক্ষ টাকার বেশি লেনদেনের হলে সেই ট্রেডিংয়ের তথ্য এবার থেকে কমপ্লায়েন্স অফিসারকে জানাতে হবে। তাছাড়া ইনসাইডার ট্রেডিংয়ের নিয়মেও বেশ কিছু বদল হতে চলেছে।
SBI এর Credit Card এর নিয়ম
আসন্ন ১ লা নভেম্বর থেকেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এর ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়মের মধ্যে কিছু পরিবর্তন হতে চলেছে। জানা যাচ্ছে, আনসিকিওর্ড কার্ডের ক্ষেত্রে প্রতিমাসে ৩.৭৫% শতাংশ হিসাবে চার্জ ধার্য্য করা হবে। এছাড়া ইউটিলিটি বিলের ক্ষেত্রে পেমেন্ট যদি ৫০০০০ টাকার উপরে হয় তাহলে ১% অতিরিক্ত চার্জ বসানো হবে।
আরও পড়ুনঃ নভেম্বর মাসে ১৩ দিন বন্ধ ব্যাঙ্ক, কবে কবে ছুটি? দেখুন তালিকা
নভেম্বর মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা
বর্তমান সময়ে দাঁড়িয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অত্যাবশ্যক হয়ে গিয়েছে। তাই ব্যাঙ্ক সংক্রান্ত কাজ সকলেরই কম বেশি থাকে। সেই কারণে কবে ব্যাঙ্ক কবে কবে ছুটি সেটা জেনে রাখা প্রয়োজন। নভেম্বর মাসে মোট ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে।