পার্থ মান্নাঃ কিছুদিন আগেই ঘূর্ণিঝড় দানার জেরে বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হয়েছিল। ঝোড়ো হওয়ার সাথে একটানা বৃষ্টির জেরে অনেকেই ভেবেছিলেন হয়তো শীতকালের শুরু হল। কিন্তু তেমনটা হয়নি ঘূর্ণিঝড়ের প্রভাব শেষ হতেই ফের উষ্ণতা বেড়েছে অনেকটাই। যদিও ধীরে ধীরে তাপমাত্রা কমছে তবে এখনও কিছু জেলায় বজ্রপাত থেকে শুরু করে হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাই কোথাও বেরোনোর আগে আবহাওয়ার আপডেট দেখে নেওয়াটা খুবই জরুরি। আজ বুধবার কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক মৌসম ভবন বা IMD এর রিপোর্ট।
আজকের আবহাওয়া
আজ বুধবার দিনে কলকাতার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই বেশি। সকাল থেকেই মেঘমুক্ত আকাশে রোদের দেখা মিলতে পারে। তবে বেলা বাড়লে বিক্ষিপ্তভাবে মেঘের দেখা দিতে পারে যার ফলে হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলেই মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ বুধবার দক্ষিণের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। শেষ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কলকাতা, উত্তর ২৪ পরগণা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম ও নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই, বরং শুষ্ক আবহাওয়া থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরবঙ্গের আবহাওয়া বেশ কিছুটা বদলে যাবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এছাড়া বাকি জেলা যথা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল মাসের শেষ দিন ও কালীপূজা। এদিন দক্ষিণের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে।