Gold Price Today See What is Gold and Silver Rates Today

ধনতেরসে বাড়ল নাকি কমল সোনার দাম? দেখে নিন আজ কলকাতায় ১০ গ্রাম সোনার রেট কত

পার্থ মান্নাঃ সোনার দাম আকাশ ছুঁলেও ধনতেরস উপলক্ষে সোনার দোকানে ভিড়ের দেখা মিলেছে। অল্প করে হলেও সোনা কিনেছেন অনেকেই। তাছাড়া সোনা না হলেও আজকাল রুপা কিনছে আমজনতা। আপনিও কি আজ দীপাবলি উপলক্ষে সোনা কেনার কথা ভাবছেন? তাহলে দাম বাড়ল নাকি কমলে সেটা আগে জানা উচিত। চলুন দেখে নেওয়া যাক আজ কলকাতায় সোনা ও রুপার দাম কত চলছে।

আজ কলকাতায় সোনার দাম

আজকে যদি আপনি সোনা কেনার কথা ভেবে থাকেন তাহলে ২২ ক্যারেট ১ গ্রাম সোনার জন্য ৭৩৭৬ টাকা খরচ করতে হবে। সেই হিসাবে ১০ গ্রাম সোনার জন্য ৭৩ হাজার ৭৬০ টাকা ও ১০০ গ্রাম সোনার জন্য ৭ লক্ষ ৩৭ হাজার ৬০০ টাকা খরচ করতে হবে। গতকালের তুলনায় আজ সোনার দাম দশ গ্রামে ১০ টাকা ও একশো গ্রামের জন্য ১০০ টাকা বেড়ে গিয়েছে।

এদিকে ২৪ ক্যারেট খাঁটি সোনা কিনতে চাইলে আরেকটু বেশি খরচ করতে হবে। এক্ষেত্রে ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার জন্য ৮০৪৬ টাকা খরচ হবে। যার অর্থ ১০ গ্রাম সোনার জন্য ৮০ হাজার ৪৬০ টাকা ও ১০০ গ্রাম সোনার জন্য ৮ লক্ষ ৪ হাজার ৬০০ টাকা খরচ করতে হবে। এক্ষেত্রেও দশ গ্রামের জন্য ১০ টাকা ও একশো গ্রামের জন্য ১০০ টাকা বেড়েছে দাম।

তবে যদি আপনি একটু কম দামের মধ্যে সোনা কিনতে চান তাহলে ১৮ ক্যারেট সোনা কিনতে হবে। সেক্ষেত্রে আজ ১ গ্রাম সোনার দাম পড়বে ৬০৩৫ টাকা। সেই হিসাবে ১০ গ্রাম সোনার জন্য ৬০ হাজার ৩৫০ টাকা ও ১০০ গ্রাম সোনার জন্য ৬ লক্ষ ৩ হাজার ৫০০ টাকা দাম পড়বে। তবে এক্ষেত্রেও দশ গ্রামে ১০ টাকা ও একশো গ্রামে ১০০ টাকা বাড়ানো হয়েছে দাম।

আজ কলকাতা রুপার দাম

সোনার দাম বেড়ে যাওয়ায় অনেকেই আজকাল রুপা কেনার দিকে ঝুঁকছেন। আপনিও কি আজ রুপা কিনতে চান? তাহলে আজ ১০ গ্রাম রুপার জন্য ১০০০ টাকা ও ১০০ গ্রাম রুপার জন্য ১০,০০০ টাকা খরচ হবে। অর্থাৎ আজকে কলকাতায় ১ লক্ষ টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে রুপা। তবে গতকালের তুলনায় আজ দশ গ্রামে ১০ টাকা ও একশো গ্রামে ১০০ টাকা বেড়ে গিয়েছে রুপার দাম।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X