new favorite tourist destination of Indian Tourists its not maldives

ভারতীয়দের নিউ ফেবারিট! মলদ্বীপ ছেড়ে লাখ লাখ মানুষ ঘুরতে যাচ্ছেন এই দেশে

পার্থ মান্নাঃ দেখতে দেখতে কালীপুজো চলেই এল। উৎসবের মরশুমে কেউ ঠাকুর দেখার প্ল্যান করেছেন তো কেউ আবার সপরিবারে বেড়াতে চলে গিয়েছেন। এমনিতেই বাঙালি ছুটি পেলেই ঘুরতে ভালোবাসে সেখানে উৎসবের ছুটিতে হোক বা আসন্ন শীতকালের ছুটি কাছাকাছি কিংবা পারলে বিদেশ ভ্রমণেও চলে যান অনেকেই। আপনিও কি বিদেশ ঘুরতে যাওয়র প্ল্যান করছেন নাকি? যদি বাজেটের মধ্যে একটা সুন্দর অফবিট জায়গার খোঁজ করেন তাহলে আজকের প্রতিবেদনে আপনার জন্য রইল একটি অপূর্ব সুন্দর টুরিস্ট ডেস্টিনেশনের হদিশ।

মলদ্বীপ ছেড়ে ঘুরে আসুন এই জায়গা থেকে

শেষ কয়েকমাস ভারত ও মলদ্বীপের সম্পর্ক খুব একটা ভালো নয়। ব্লাভালো তলানিতে থেকেছে দুই দেশের মধ্যেকার সম্পর্ক। প্রতিবছর যেখানে ভারত থেকে লক্ষ লক্ষ মানুষ মলদ্বীপের উদ্দেশ্যে ঘুরতে যেতেন। এর ফলে অর্থনৈতিক ভাবে ব্যাপকভাবে লাভবান হত দেশটি। কিন্তু সম্পর্ক খারাপ হওয়ার পর থেকেই সে দেশের অর্থনীতির উপর ব্যাপক প্রভাব পড়েছে। তাই ভারতের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছে মলদ্বীপ। তবে আগের মত আর মলদ্বীপে ঘুরতে যাচ্ছেন না ভারতীয় পর্যটকেরা। বদলে নতুন এক ডেস্টিনেশনে বাড়ছে পর্যটকের সংখ্যা। কোথায়? উত্তর হল সিঙ্গাপুর।

সিঙ্গাপুর ভ্রমণে রেকর্ড ভারতীয় পর্যটকদের

বিগত কয়েকমাসে মলদ্বীপ নয় বরং সিঙ্গাপুর যেতেই বেশি পছন্দ করছেন ভারতীয় পর্যটকেরা। সিঙ্গাপুর টুরিজম বোর্ডের (STB) তরফ থেকে জানা যাচ্ছে এবছরের প্রথম ৯ মাস অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত ৮ লক্ষ ৯৮ হাজার ১৮০ জন সিঙ্গাপুর গিয়েছেন। বর্তমানে ইন্দোনেশিয়া ও চিনের মত এশিয়ার দেশের পর সবচেয়ে বেশি ভারতীয় পর্যটক আসছেন সিঙ্গাপুরে।

সম্প্রতি অরচার্ড রোড বিজনেস অ্যাসোসিয়েশন (ORBA) আয়োজিত একটি অনুষ্ঠানে এসটিবির মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানান, ২০২৩ সালে ১০ লক্ষেরও বেশি ভারতীয়রা সিঙ্গাপুরে ঘুরতে গিয়েছিলেন। আর এবছর অর্থাৎ ২০২৪ সালের প্রথম ৯ মাসেই সেই সংখ্যাটা ১৩% বেড়েছে।

তাছাড়া, শিল্প বিশেষজ্ঞরা সিঙ্গাপুরের আন্তর্জাতিক পর্যটন বাজার জারি রাখার দিকে জোর দিয়েছেন। কারণ বছরের শেষে ভারতীয় পর্যটকেদের সিঙ্গাপুর একটি অন্যতম টুরিস্ট ডেস্টিনেশন হয়ে উঠছে বলে মনে করছেন তাঁরা।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X