পার্থ মান্নাঃ আর ২৪ ঘন্টাও বাকি নেই বাংলায় কালীপুজোর উৎসব শুরু হতে। প্যান্ডেলে ঠাকুর এসে গিয়েছে শুধু শুভ মুহূর্তের অপেক্ষা পুজোর শুরুর জন্য। এরই মাঝে রাজ্যের লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফুটিয়ে বড় উপহার দিল পশ্চিমবঙ্গ সরকার। উৎসবের দিনগুলোতে যাতে বাংলার মানুষের হেঁশেলে চাল ডালের অভাব না হয় তার জন্য বেশি বেশি করে রেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য এখানেই শেষ নয় উপহারের! কালীপুজোর পেরোলেই ১০০০ থেকে ১২০০ টাকা করে দেওয়া হবে মহিলাদের অ্যাকাউন্টেও।
বাড়তি রেশনের ঘোষণা
আজও আমাদের দেশ তথা পশ্চিমবঙ্গে এমন প্রচুর মানুষ আছেন যারা খাবার টুকু জোগাড় করতে গিয়েও হিমশিম খান। সেই সমস্ত মানুষদের মুখে অন্ন তুলে দিতে কেন্দ্র থেকে শুরু করে র্যায় সরকার রেশন প্রকল্প চালু করেছে। যার দৌলতে প্রতিমাসে বিনামূল্যে চাল, গম ইত্যাদি রেশন সামগ্রী তুলে দেওয়া হয়। তবে এবার জানা যাচ্ছে দীপাবলি উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও খাদ্য দফতরের উদ্যোগে বাড়তি রেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন কার্ডে কত কেজি খাদ্যশস্য মিলবে? চলুন দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।
অন্ত্যোদয় রেশন কার্ড (AAY Ration Card)
রাজ্যের সবচেয়ে গরিব পরিবারের লোকেদের জন্য এই কার্ড দেওয়া হয়। আপনার কাছে যদি এই কার্ড থাকে তাহলে জেনে রাখুন দীপাবলির মাসে ২১ কেজি চাল, ১৩ কেজি গম, ১ কেজি চিনি দেওয়া হবে। এখানেই শেষ নয়, বিনামূল্যে পাওয়া সামগ্রীর সাথে ১ কেজি ময়দা মাত্র ৩০ টাকায় পাওয়া যাবে।
SPHH I ও II কার্ড
বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত বা স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড গ্রাহকেরা এমাসে কার্ড পিছু ৩ কেজি চাল ও ১ কেজি ৯০০ গম বা ২ কেজি আটা পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। অবশ্য চাইলে গমের বদলে সমপরিমাণ চাল নিয়ে নেওয়া যেতে পারে।
RKSY I কার্ড
যাদের কাছে RKSY I কার্ড রয়েছে তাদের জন্য কার্ড পিছু ৫ কেজি চাল দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে।
RKSY II কার্ড
আপনার যদি RKSY II কার্ড থাকে তাহলে কার্ড পিছু ২ কেজি চাল দেওয়া হবে। এর জন্য কোনো টাকা লাগবে না।
মহিলারা পাবেন ১০০০ – ১২০০ টাকা
উৎসবের মরশুমে মহিলাদের জন্যও রয়েছে খুশির খবর। লক্ষীর ভান্ডার প্রকল্পের দৌলতে মাসের শুরুতেই জেনারেল কষ্টের মহিলাদের ১০০০ টাকা ও অনগ্রসর শ্রেণীভুক্ত মহিলাদের ১২০০ টাকা করে দেওয়া হবে। আর একটা দিন অপেক্ষা করলেই হয়তো এই টাকা ঢোকা শুরু হয়ে যাবে।