Naihati Junction Platform No 1 will be closed during Kalipuja

কালীপুজোর মাঝেই একটানা বন্ধ নৈহাটী ১ নং প্ল্যাটফর্ম! কেন এমন সিদ্ধান্ত নীল পূর্ব রেল?

পার্থ মান্নাঃ কিছু ঘন্টার অপেক্ষা তারপরেই শুরু কালীপুজো। জেলায় জেলায় নানা থিমে সেজে উঠেছে প্যান্ডেল কাল সন্ধ্যে নামলেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়বেন সকলে। আর কালীপুজো মানেই অনেকে নৈহাটী চলে যান বড়মার দর্শনের জন্য। বাংলা থেকে শুরু করে গোটা দেশেই নৈহাটির বড়মার পুজো বিখ্যাত দূর দূরান্ত থেকে মানুষ আসেন বড়মাকে একবার দেখার জন্য। কথায় আছে দর্শনেই ইচ্ছাপূরণ হয়ে যায়। তবে আপনি যদি ট্রেনে করে নৈহাটী আসার কথা ভেবে থাকেন তাহলে আগে থেকেই একটা কথা জেনে রাখা ভালো। না হলে সমস্যায় পড়তে পারেন।

নৈহাটী স্টেশন নিয়ে বড় সিদ্ধান্ত রেলের

এমনিতেই নৈহাটী স্টেশনে মানুষের ভিড় লেগেই থাকে। তবে কালীপুজোর সময় সেই ভিড় নতুন রেকর্ড তৈরী করে। নৈহাটির বিখ্যাত বড়মা এর দর্শনের জন্য দূর দূরান্ত থেকে ট্রেনে করে মানুষ আসেন। কিন্তু এবছর যদি আজ বা কালের মধ্যে আপনি ট্রেনে নৈহাটী যেতে চান তাহলে রেলের ঘোষণা সম্পর্কে জেনে রাখা ভালো। কালীপুজোর মাঝেই নৈহাটী স্টেশনের ১ নং প্লাটফর্ম আগামী ৪ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন্ধ থাকবে নৈহাটী স্টেশনের ১ নং প্লাটফর্ম

সম্প্রতি পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে রবিবার ৩রা নভেম্বর পর্যন্ত এক নাম্বার প্ল্যাটফর্ম বন্ধ থাকবে। এমনকি এই প্ল্যাটফর্ম থেকে যে ট্রেন ছাড়া হয় সেগুলোও না ছাড়ার জন্য রেলের কাছে অনুরোধ করেছেন পুলিশ কমিশনার আলোক রাজেরিয়া।

আসলে কালীপুজোর সময় এত পরিমাণ ভিড় হয় যে সামলাতে গিয়ে হিমশিম খেতে হয় পুলিশ তথা প্রশাসনকে। মূলত কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই কারণেই ১ নং প্ল্যাটফর্মের বদলে ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া প্ল্যাটফর্মে ওঠা ও নামার ক্ষেত্রেও কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রবেশের জন্য টিকিট কাউন্টার ও দক্ষিণের আন্ডারপাস ব্যবহার করতে হবে। এদিকে স্টেশনের সামনের রাস্তা আরবিসি রোডেও ভিড় সামলানোর জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানা যাচ্ছে পুলিশের তরফ থেকে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X