পার্থ মান্নাঃ কালীপুজোর পর থেকেই বাংলায় ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছিল। তবে এবার মনে হচ্ছে হালকা শীতের আমেজ পড়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। ভোরের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগতে শুরু করেছে। তবে বৃষ্টি এখনও পিছু ছাড়েনি সম্পূর্ণভাবে। এখনও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ আজ কেমন থাকবে আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক কি জানাচ্ছে মৌসম ভবন বা IMD।
আজকের আবহাওয়া
আজ সকাল থেকেই কলকাতার আকাশে হালকা মেঘের দেখা মিলেছিল। তবে একইসাথে যেমন শিশির পড়েছিল তেমনি কুয়াশার দেখাও মিলেছে। অর্থাৎ হেমন্ত পেরিয়ে শীতের আগমন যে হচ্ছে সেটা এবার টের পাওয়া যাচ্ছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে মনে করা হচ্ছে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলীপুর আবহাওয়া দফতরের শেষ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আজ অর্থাৎ ৬ই নভেম্বর বুধবার দক্ষিণের জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানা যাচ্ছে। তবে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে যথাক্রমে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণের আবহাওয়া বিগত কয়েকদিন যাবৎ শুষ্ক থাকলেও উত্তরের কিছু জেলায় হালকা বৃষ্টির হয়েছে। তবে আজ কিছুটা বিরতি পাওয়া যাবে মেঘলা ওয়েদারের থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার থেকে শুরু করে উত্তরের সমস্ত জেলাতেই আজ কোনো বৃষ্টির চান্স নেই।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল ৭ই নভেম্বর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ উভয় দিকেই আবহাওয়া বেশ মনোরম থাকবে বলে মনে করা হচ্ছে। দক্ষিণের কোনো জেলাতেই আলাদা করে বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি, বরং শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানানো হয়েছে। এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির চান্স নেই বলেই জানানো হয়েছে শেষ প্রকাশিত আবহাওয়ার রিপোর্টে।